চট্টগ্রামের ইপিজেড এলাকার একটি বস্তিতে আগুন লাগার ঘটনায় একজন বয়স্ক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের চেষ্টায় মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
নিহত ব্যক্তির নাম বলে নওশের। তিনি বয়স্ক এবং অসুস্থ থাকায় ঘর থেকে বের হতে না পারায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক নিউটন দাশ।
তবে আগুন কিভাবে লেগেছে সে বিষয়ে ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে কিছু জানাতে পারেনি। তবে বস্তিবাসীর পক্ষ থেকে বলা হয়েছে যে শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হলো তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আগুন নিয়ন্ত্রণে আসলেও এই বস্তির প্রায় ৫০ টি ঘর আগুনে পুড়ে গেছে। এছাড়া এই বস্তিতে যতগুলো ঘরবাড়ি ছিল সেগুলো পুড়ে ছাই হয়ে গেছে। বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবন-যাপন করছে রেলওয়ে বস্তিবাসী।
বাংলা৭১নিউজ/এএস