বাংলা৭১নিউজ,চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে অস্ত্র মামলায় দুই সন্ত্রাসীকে ১৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার বিকেলে জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিচারক সৈয়দা হোসনে আরা এ রায় দেন।
আসামিরা হলেন মো. শফি ও স্বরুপম মিত্র। দণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা জামিনে গিয়ে পলাতক রয়েছেন।
সরকারি কৌঁসুলি মো. জাহাঙ্গীর আলম বলেন, ১৯৯১ সালের ১৬ জুলাই নগরের কোতোয়ালি থানার রাজাপুকুর লেন এলাকায় অভিযান চালিয়ে একটি দেশে তৈরি বন্দুক ও দুটি গুলিসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় কোতোয়ালি থানায় করা মামলায় তাঁদের বিরুদ্ধে একই বছরের ৬ আগস্ট পুলিশ অভিযোগপত্র দেয়। চারজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।
বাংলা৭১নিউজ/জেএস