বাংলা৭১নিউজ,(চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা এলাকা থেকে অস্ত্র-গুলিসহ একই পরিবারের তিন সদস্যকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। আটককৃতরা সম্পর্কে আপন দুই ভাই ও ভগ্নিপতি।
বুধবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে নগরের পাহাড়তলী থানার সিগন্যাল কলোনি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক তিনজন হলেন- দুই ভাই জুলহাস সরদার (৩৫) ও মো. নাঈম সরদার (৩৩)। তাদের ভগ্নিপতি নুরুল ইসলাম (২৯)।
নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ রুহুল আমীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই ভাই ও ভগ্নিপতিকে আটক করা হয়েছে। তারা সবাই পেশাদার ছিনতাইকারী। দুই ভাই জুলহাস ও নাঈমের বিরুদ্ধে হত্যা মামলাও আছে।
তিনজনের কাছ থেকে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ এবং তিনটি ছোরা উদ্ধার করা হয়েছে বলে জানান মোহাম্মদ রুহুল আমীন।
বাংলা৭১নিউজ/জেডএ