সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চাকরির বয়স ৩৫ আন্দোলনকারীদের প্রতিনিধিদল যমুনায় অটোমেটেড সেবা প্রতিরোধ করবে অপচয় ও দুর্নীতি : অর্থ উপদেষ্টা নেপালে বন্যা-ভূমিধসে ১৯২ মৃত্যু, উদ্ধারে হিমশিম আমরা প্রস্তুত, দীর্ঘ যুদ্ধেও বিজয়ী হবো: হিজবুল্লাহর উপপ্রধান এবি ব্যাংকের বন্ড ইস্যু পুনর্বিবেচনার আবেদন তেলবাহী জাহাজে আগুনের ঘটনায় ২ জনের মরদেহ উদ্ধার ৯৯৯-এর রেসপন্স টাইম আরো কমিয়ে আনা হবে : আইজিপি প্রাথমিক শিক্ষা সংস্কারে কমিটি, নেতৃত্বে ইমিরেটাস অধ্যাপক মনজুর হাসিনার পতনের পর গ্রামীণফোনের শেয়ারদর বেড়েছে ৫৩ শতাংশের বেশি স্বামীসহ গ্রেফতার সাবেক এমপি হেনরি যুবদল নেতা হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে সুলতান মনসুর মিরাজ-সাকিবের ঘূর্ণির পর ২৮৫ রানে ইনিংস ঘোষণা ভারতের অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে সুপারিশমালা দেবে বিএনপি সেপ্টেম্বরে নির্যাতনের শিকার ১৮৬ নারী-কন্যাশিশু জিয়াউর রহমানকে ‘রাজাকার’ বলায় মামলা চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির দাবি: পর্যালোচনা কমিটি গঠন ডিসি নিয়োগ নিয়ে হট্টগোল: ১৭ উপসচিবকে শাস্তির সুপারিশ ঢাকাসহ ৯ অঞ্চলে মাঝ রাতের মধ্যে ঝোড়ো হাওয়ার আভাস বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রে হেলেনের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ৯১

চট্টগ্রামের সঙ্গে সড়কে বিচ্ছিন্ন খাগড়াছড়ি রাঙ্গামাটি

চট্টগ্রাম প্রতিনিধি:
  • আপলোড সময় রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ১৫ বার পড়া হয়েছে
চট্টগ্রাম রাঙ্গামাটি মোটর মালিক সমিতির প্রচার সম্পাদক মো. হাসান বলেন, ‘সকাল থেকে যে বাসগুলো চট্টগ্রাম শহর থেকে রাঙ্গামাটির উদ্দেশে ছেড়ে গেছে, তার কয়েকটা পার হতে পারলেও অধিকাংশ বাস আটকে আছে। তাই পানি না কমা পর্যন্ত চলাচল বন্ধ রাখার জন্য চালকদের নির্দেশনা দিয়েছি আমরা।’

ভারি বৃষ্টিপাতে হাটহাজারীর নন্দীরহাট এলাকা প্লাবিত হওয়ায় চট্টগ্রাম-হাটহাজারী মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

এতে চট্টগ্রামের সঙ্গে খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

রাউজান হাইওয়ে থানার ওসি কামরুল আজম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ভারি বৃষ্টিপাতের কারণে রোববার সকাল থেকে হাটহাজারীর নন্দীরহাট ও বড় দিঘিরপাড় এলাকায় মহাসড়কে পানি জমেছে। পানির কারণে যানবাহন চলাচল করতে পারছে না।’

চট্টগ্রাম শহর থেকে উত্তর চট্টগ্রাম, খাগড়াছড়ি ও রাঙ্গামাটির উদ্দেশে ছেড়ে যাওয়া যানবাহনের কিছু কিছু গন্তব্যে পৌঁছালেও রোববার সকালে বেশ কিছু যান সড়কে আটকে যায়।

চট্টগ্রাম রাঙ্গামাটি মোটর মালিক সমিতির প্রচার সম্পাদক মো. হাসান বলেন, ‘সকাল থেকে যে বাসগুলো চট্টগ্রাম শহর থেকে রাঙ্গামাটির উদ্দেশে ছেড়ে গেছে, তার কয়েকটা পার হতে পারলেও অধিকাংশ বাস আটকে আছে। তাই পানি না কমা পর্যন্ত চলাচল বন্ধ রাখার জন্য চালকদের নির্দেশনা দিয়েছি আমরা।’

জলাবদ্ধতায় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যেকোনো ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে পানি না কমা পর্যন্ত বাস চলাচল বন্ধ রেখেছে মালিক সমিতিগুলো।

চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সম্পাদক শাহজাহান বলেন, ‘চট্টগ্রাম শহর থেকে খাগড়াছড়ি ও উত্তর চট্টগ্রামে আমাদের বাসই চলাচল করে সাধারণত, কিন্তু সকালে নন্দীরহাট এলাকায় পানি বেড়ে যাওয়ায় যানবাহন চলাচল করতে পারছে না। আমরা যেকোনো ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে পানি না কমা পর্যন্ত বাস চলাচল বন্ধ রেখেছি।’

নগরীর আমবাগান আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আবু মহসীন জানান, চট্টগ্রামে রোববার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সকাল ছয়টা থেকে ১২টা পর্যন্ত হিসাব করলে বৃষ্টিপাতের পরিমাণ ৯১ মিলিমিটার।

এদিকে খাগড়াছড়িতে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে পাহাড় ধসের কারণে রোববার সকাল থেকে গুইমারা ও মহালছড়ি উপজেলায় যান চলাচল বন্ধ রয়েছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com