বাংলা৭১নিউজ,চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের কার্যালয়ে বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শনিবার সন্ধ্যার পর চন্দনপুরা এলাকা সংলগ্ন ‘আর ইসরা’ ভবনের আশপাশের এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার থানার ওসি নিজামউদ্দিন।
তিনি বলেন, চন্দনপুরা এলাকা সংলগ্ন ‘আর ইসরা’ ভবনের আশপাশের এলাকায় পুলিশের ব্লক রেইড চলছিল। সেসময় ওই এলাকায় শিবিরের মহানগর কার্যালয়ে চার-পাঁচটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর শিবির কার্যালয়ে অভিযান শুরু করে পুলিশ।
বাংলা৭১নিউজ/এসএইচ