বাংলা৭১নি্উজ, কক্সবাজার : কক্সবাজারের চকরিয়ায় যাত্রবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়েসহ চারজন নিহত ও অন্তত ৯ জন আহত হয়েছেন।
আজ বিকেল ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চকরিয়া পৌরসভার নিজপানখালী এলাকার মোহাম্মদ ইলিয়াছ খানের ছেলে আলী রিয়াজ রায়হান (২৬), মহেশখালী উপজেলার কুতুবজোমের জবুর আহমদের স্ত্রী কালা খাতুন (৫০) এবং একই ইউনিয়নের তাজিয়াকাটা এলাকার মকতুল হোসেনের ছেলে মোহাম্মদ কালু (৪২) ও তার মেয়ে রিনা আক্তার (১৭)। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
রামু হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, ফাঁসিয়াখালী এলাকায় কক্সবাজারমুখী যাত্রীবাহী সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে চকরিয়ামুখী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত এবং অন্তত ১০ জনের বেশী যাত্রী আহত হন।
তিনি আরো জানান, আহতদের স্থানীয়রা উদ্ধার করে চকরিয়ার মালুমঘাট খ্রিশ্চিয়ান মেমোরিয়াল হাসপাতালে আনা হলে সেখানে আরো দুইজনের মৃত্যু ঘটে। আহতদের মধ্যে ২/৩ জনের অবস্থা আশংকাজনক।
নিহত দুই জনের লাশ মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়িতে এবং অপর দুইজনের লাশ মালুমঘাট খ্রিশ্চিয়ান মেমোরিয়াল হাসপাতালে রয়েছে বলে জানান ওসি আবুল কালাম।
বাংলা৭১নি্উজ/সিএইস