বাংলা৭১নিউজ,(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে বাবার বিরুদ্ধে নিজের মেয়েকে ধর্ষন করার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঐ মেয়ের মা বাদি হয়ে ঘোড়াঘাট থানায় মামলা দায়ের করলে পুলিশ নরপিশাচ বাবাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী হলো, উপজেলার কশিগাড়ী গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে সারোয়ার হোসেন (৪৪)।
এজাহার সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় গত মঙ্গলবার রাতে ধর্ষণের চেষ্টাকারী বাবা সারোয়ার হোসেন ও তার স্ত্রী খলেদা বেগম ঘরের মেঝেতে এবং তাদের ১৩ বছর বয়সী কণ্যা খাটের উপরে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে নরপিশাচ পিতা তার মেয়ের আপত্তিকর স্থানে হাত দিলে মেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে। চিৎকারের শব্দে মেয়ের মা ও আশপাশের লোকজন এসে আসামী সারোয়ারকে আটক করে।
পরে আজ সকালে খালেদা বেগম নিজের মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে নিজের স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ আসামী সারোয়ার আলমকে গ্রেফতার করে।
ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম ঘটনা নিশ্চিত করে বলেন, মেয়ের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এজাহার দায়ের করলে আমরা আসামীকে গ্রেফতার করি এবং আসামীকে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এফএস