বাংলা৭১নিউজ,হিলি(দিনাজপুর)প্রতিনিধি: লকডাউনে থাকা করোনা ভাইরাসে আক্রান্ত জাকিরুল ইসলামের বাড়িতে পুষ্টিকর খাবার দিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম। গতকাল বিকেলে তিনি তার ব্যক্তিগত অর্থায়নে এসব পুষ্টিকর খাবার দেন। পুষ্টিকর খাবারের মধ্যে ছিল কলা, আপেল, কমলা, গুড়া দুধ, সুজি, ডিম ও পাউরুটি।
তিনি এর পূর্বে জাকিরুলের পরিবারের জন্য ৩ দফায় সরকারি ত্রান সহায়তা প্রদান করেন। এছাড়াও জাকিরুলের বাড়ির পার্শ্বে লকডাউনে থাকা ১০টি পরিবারকেও ২ বার সরকারি ত্রান সহায়তা দেন। জাকিরুল নারায়ণগঞ্জ থেকে বাড়িতে আসলে উপজেলা স্বাস্থ্য বিভাগ গত ১৭ই এপ্রিল তার নমুনা পরিক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগারে পাঠালে করোনা ভাইরাসের উপসর্গ পজিটিভ পাওয়া যায়। তারপর থেকে সে নিজ বাড়িতে হোমকোয়ারেন্টাইনে রয়েছে। জাকিরুল কৃষ্ণপুর মরিচা (হল্যাকুর) গ্রামের আবু তাহেরের পুত্র।
বাংলা৭১নিউজ/এসআর