বাংলা৭১নিউজ, ঢাকা: পাকিস্তানি হানাদার বাহিনীর প্রতি ঘৃণা প্রকাশের জন্য ‘মুক্তিযুদ্ধ দিবস’ নামে একটি দিবস করা হবে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য সারাদেশে পৃথক শহীদ মিনার করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
আজ বুধবার জাতীয় সংসদে দেয়া বক্তৃতায় তিনি এ তথ্য জানান।
মোজাম্মেল হক বলেন, মুক্তিযুদ্ধ দিবস নামে একটি দিবস করার চিন্তা করা হচ্ছে। যাতে ওই দিন সবাই ঘৃণা প্রকাশ করতে পারে।
তিনি বলেন, ২৬ মার্চ এবং ১৬ ডিসেম্বরে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানানোর জন্য সারাদেশে আলাদা শহীদ মিনার তৈরি হবে।
বাংলা৭১নিউজ/জেএস