বাংলা৭১নিউজ, ডেস্ক: ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাতে এ পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে কক্সবাজারে চারজন এবং রাঙামাটিতে দু’জন মারা গেছে।
কক্সবাজারে আজ সকাল ৭টার দিকে ঝড় থেকে বাঁচতে আশ্রয়কেন্দ্রে আসার পর হৃদরোগে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে ইসলামাবাদ ইউনিয়নে আরও একজনের মৃত্যু হয়।
তারা হলেন- কক্সবাজার পৌরসভার ২নং ওয়ার্ডের ৬নং জেডিঘাট এলাকার বদিউল আলমের স্ত্রী মরিয়ম বেগম (৫৫) এবং ইসলামাবাদ ইউনিয়নের পাহাড়ি গ্রাম গজালিয়ার শাহিনা আক্তার (১০)।
কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন জানান, আজ সকাল ৭টার দিকে ঝড় থেকে বাঁচতে আশ্রয়কেন্দ্রে আসার কিছুক্ষণ পরই হৃদরোগে আক্রান্ত হয়ে মরিয়মের মৃত্যু হয়।
অন্যদিকে শাহিনা গাছচাপা পড়ে মারা যায় বলে জানান কক্সবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।
এছাড়া চকরিয়ার বড়ভেওয়া এলাকার মৃত নূর আলম সিকদারের স্ত্রী সায়েরা খাতুন (৬৫) ও একই উপজেলার পূর্ব জুমখালী এলাকার আবদুল জব্বারের ছেলে রহমত উল্লাহ (৫০) মারা যান।
তারা ঝড়ে গাছচাপায় মারা যান বলে জানান জেলা প্রশাসক মো. আলী হোসেন।
এদিকে রাঙামাটিতে বেলা সাড়ে ১১টায় গাছচাপা পড়ে আহত দু’জন রাঙামাটি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তারা হলেন- রাঙামাটি সদরের আফাম বস্তির হাজেরা বেগম (৪৫) এবং মুসলিম পাড়ার জাহেদা সুলতানা মাহিয়া (১৫)।
রাঙামাটি সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আবু তৈয়ব এ তথ্য নিশ্চিত করেন।
বাংলা৭১নিউজ/সিএইস