বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১০:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিএনপির ত্রাণ তহবিলে ২ লাখ টাকা দিলেন খালেদা জিয়া নিবন্ধন প্রথা বাতিল, সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব চায় জামায়াত তরুণদের মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়নের আহ্বান আসিফ মাহমুদের রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী পিএসসির নতুন চেয়ারম্যান ড. মোবাশ্বের মোনেম সা‌বেক স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রীসহ ৫ জনের বিরুদ্ধে দুদ‌কের ৫ মামলা শেখ হাসিনা প্রসঙ্গে যা বললো মার্কিন পররাষ্ট্র দপ্তর হামাস-হিজবুল্লাহর ২৩০ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল চিনি আমদানিতে কমলো ১৫ শতাংশ শুল্ক-কর সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের জামিন মঞ্জুর হারুনসহ ৩ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর সরকারি চাকরির বয়স দুই বছর ৩৫, স্থায়ীভাবে ৩৩ করার দাবি বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি ঘটনারই বিচার হবে: ফখরুল মিয়ানমার থেকে টেকনাফে ঢুকল আরও ৩৭ রোহিঙ্গা নাসরাল্লার দুই উত্তরসূরিকে হত্যার দাবি ইসরায়েলের পুলিশের কাজে গতি ফেরাতে ৫০ গাড়ি, হস্তান্তর ১০ থানায় লেবানন থেকে ফিরতে ১১ অক্টোবরের মধ্যে আবেদন করার আহ্বান যমুনা ব্যাংকের পর্ষদ সভা ১৭ অক্টোবর ‘বাংলাদেশ জাতিসংঘের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ’ প্রধান উপদেষ্টার সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঘূর্ণিঝড় আম্পানে কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি বন্ধ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ২০ মে, ২০২০
  • ২৭ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ডেস্ক: ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে বুধবার (২০ মে) সকাল থেকেই শিবচরে ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে। ঝড়ো হাওয়া থাকলেও সকালের দিকে আকাশ বেশ পরিষ্কার ছিল। মাঝে মাঝে সূর্যের দেখাও মিলছে। তবে বাতাস অব্যাহত থাকায় পদ্মা নদী উত্তাল হয়ে উঠেছে। মঙ্গলবার থেকে ফেরি চলাচল বন্ধ থাকলেও বিভিন্ন মাছ ধরার ট্রলারগুলো গতকাল মাঝ পদ্মায় ছিল। কিন্তু বুধবার সকাল থেকে ঝড়ো বাতাস প্রবাহিত হওয়ায় মাছ ধরার ট্রলারসহ অন্যান্য ছোট নৌকা-ট্রলার নিরাপদে ঘাটে নোঙর করে আছে। পরিস্থিতি বিবেচনায় নদীতে নামবে বলে জানিয়েছে চরাঞ্চলের জেলেরা।

এদিকে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় আটকে আছে পণ্যবাহী পরিবহন। বুধবার সকালে ঢাকার উদ্দেশ্যে ঘাটে আসা সাধারণ মানুষদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তবে নৌযান বন্ধ থাকায় অনেকেই ফিরে যাচ্ছে।

কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানায়, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে গত সোমবার থেকে এই নৌরুটে সীমিত আকারে তিন/চারটি ফেরি চলাচল করতো। কিন্তু ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে দেশের অন্যান্য নৌরুটের মতো কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটেও বন্ধ রয়েছে ফেরি চলাচল।

স্থানীয় জেলেদের সালে আলাপ করলে তারা জানান, ‘ভোর থেকে বাতাসের বেগ বেড়ে যাওয়ায় পদ্মা উত্তাল হয়ে উঠেছে। প্রচণ্ড ঢেউ রয়েছে পদ্মা নদীতে। এ জন্য এখন পর্যন্ত মাছ ধরতে কেউ যায়নি আমাদের। যদিও বৃষ্টি নেই। তবে থেমে থেমে বাতাস বাড়ছেই।’

বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ফেরি ঘাটের ব্যবস্থাপক আব্দুল আলীম জানান, ‘বর্তমানে ফেরি চলাচল বন্ধ আছে। ঘাটে কিছু পরিবহন আটকে আছে। ঝড়ের গতিবিধির উপর নির্ভর করে পরবর্তী নির্দেশনা আসলে আবার চলাচল শুরু করবে।’

উল্লেখ্য, ঈদকে সামনে রেখে গত কয়েকদিন ধরেই ঘরে ফিরতে শুরু করেছে দক্ষিণাঞ্চলের মানুষ। কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ছিল উপচে পড়া ভিড়। করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে গত সোমবার থেকে ফেরি চলাচল সীমিত করার সিদ্ধান্ত নেয় মাদারীপুর জেলা প্রশাসন। জরুরি প্রয়োজনে ৩/৪টি ফেরি চালু রাখা হয়। তবে তাতে যাত্রী পারাপার নিষিদ্ধ করা হয়। এরপর ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে মঙ্গলবার থেকে সীমিত আকারে চলাচলও বন্ধ রাখা হয়েছে। ফলে ঘরমুখো মানুষেরা পদ্মা পার হতে না পেরে পরেছেন চরম বিপাকে। শিমুলিয়া প্রান্ত থেকে তাদের গত রাতে আবার ঢাকায় ফিরিয়ে নেয়া হয়েছে বলে ঘাটের একটি সূত্রে জানা গেছে।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com