আগামী শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মে মাসে কয়েকটি ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে বলেও ধারণা করা হচ্ছে। তা নিয়ে সতর্ক অবস্থানে আছেন পশ্চিমবঙ্গের আবহাওয়াবিদরা।
কলকাতার আবহাওয়াবিদ মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, ৫ থেকে ১১ মের মধ্যে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হতে পারে তা আগেই জানানো হয়েছিল। গভীর নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। কিন্তু সে ব্যাপারে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর এখনও নিশ্চিত হতে পারেনি। নিশ্চিত হলে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেওয়া হবে।
আবহাওয়াবিদদের অনেকেই বলেছেন, বর্ষার ঠিক আগে এবং বর্ষার শেষের আবহাওয়া ঘূর্ণিঝড় তৈরির জন্য অনুকূল থাকে। তাই মে এবং অক্টোবরে ঘূর্ণিঝড় অস্বাভাবিক নয়। ঘূর্ণিঝড়ের সতর্কতা এখনও জারি না হলেও আগে থেকেই সতর্ক অবস্থায় আছে পশ্চিমবঙ্গ সরকার।
পশ্চিমবঙ্গের মুখ্যসচিব মঙ্গলবার সংশ্লিষ্ট সব দফতরের সঙ্গে বৈঠক করেছেন। বন্যা মোকাবিলায় নানা পদক্ষেপের কথা নিয়ে আলোচনা করেছেন। বর্ষা শুরুর আগে নদী-বাঁধের পরিস্থিতি খতিয়ে দেখবে সেচ দফতর। ১ জুন থেকে ১৫ অক্টোবর পর্যন্ত থাকবে বিশেষ কন্ট্রোল রুম। ত্রাণ মজুত আছে কিনা এবং উপকূলবর্তী এলাকায় ঘূর্ণিঝড় আশ্রয় শিবিরের কী পরিস্থিতি তা নজরে রাখতে বলেছেন মুখ্যসচিব।
সূত্র : আনন্দবাজার
বাংলা৭১নিউজ/এসএইচ