রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৩:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
অস্থায়ী পাস নিয়ে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন ৩১ ডিসেম্বর নিয়ে যা বললেন আসিফ মাহমুদ প্রথমবারের মতো যে পরিবর্তন এলো বিসিএসে, আবেদন শুরু কাল থেকে অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা ৩১ ডিসেম্বর আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক দল ঘোষণা করা হবে বিপিএলের পর্দা উঠছে আগামীকাল আগামীকাল থেকে ফের শৈত্যপ্রবাহের আশঙ্কা গোয়েন্দা সংস্থা সংস্কারের ঘােষণা দিলেন সিরিয়ার নতুন গোয়েন্দা প্রধান ৩১ ডিসেম্বরের ঘোষণাপত্রটি লিখিত দলিল হবে: সারজিস বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নারীসহ নিহত ৫ আবারও শাহবাগ অবরোধ করলেন চিকিৎসকরা সচিবালয়ে প্রবেশের অপেক্ষায় শতাধিক সাংবাদিক একদিনে আরও ৩৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল ভোটার এলাকা পরিবর্তনে ভোগান্তি কমছে নাগরিকদের নড়াইলের বিস্তীর্ণ ফসলের মাঠে দ্যুতি ছড়াচ্ছে হলুদের আভা বেক্সিমকো ঘিরে উদ্ভূত পরিস্থিতির কোনো দায় নেবে না সরকার হিন্দু সে‌জে ডাকা‌তির প্রস্তু‌তিকালে নারীসহ গ্রেপ্তার ১০ অস্ট্রেলিয়ার সৈকতে ২ মেয়েকে বাঁচাতে গিয়ে বাংলাদেশি দম্পতির মৃত্যু তাদের শাস্তি না দিয়ে কী করে সংস্কার করবেন, প্রশ্ন সারজিসের দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত, ১৮১ আরোহীর ১৭৯ জনই নিহত

ঘি তৈরি করে করোনা বিপর্যয় ঠেকিয়েছেন যশোরের খামারিরা

যশোর প্রতিনিধি:
  • আপলোড সময় শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১
  • ৫০ বার পড়া হয়েছে

উৎপাদিত গরুর দুধ বিক্রি করতে না পেরে তা দিয়ে ঘি তৈরি করে করোনা বিপর্যয় ঠেকিয়েছেন যশোরের বহু খামারি। এতে নষ্ট হওয়া থেকে বেঁচে গেছে বিপুল পরিমাণ গরুর দুধ। আর এ কাজে স্বল্প সময়ে আর্থিক ও কারিগরি সহযোগিতা করেছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো।

এমনই তথ্য উঠে এসেছে রুপালী ব্যাংক আয়োজিত গ্রাহক সমাবেশে। যেখানে জেলাভিত্তিক ব্যাংক ও আর্থিক খাতের নানা ভোগান্তি ও ইতিবাচক দিক নিয়ে মতামত দেন বিভিন্ন পর্যায়ের গ্রাহকরা।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) শহরের এস এম আর রোড শাখায় আয়োজিত স্থানীয় বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধির কৌশল নিয়ে আয়োজিত সংলাপে, সেবার মান বৃদ্ধি ও ক্ষুদ্রঋণ প্রদানে ব্যাংকগুলোর অনীহা দূর করার আহ্বান জানান গ্রাহকরা। এ সময় শাখা ব্যবস্থাপক মো: শহীদুল ইসলাম জানান, অনেক সময় আইনি প্রতিবন্ধকতার কারণে ব্যাংকগুলোতে সেবা নিতে গিয়ে অসন্তুষ্ট হন গ্রাহকরা। তবে সরকারি সেবা সমন্বয়ের সঙ্গে বিভিন্ন ধরণের ভাতা প্রদান, উন্নয়ন প্রকল্পে অর্থায়নেও আজকাল সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে বলেও জানান তিনি। 

এ সময় করোনাকালীন বাণিজ্যিক ক্ষতি থেকে সাধারণ ব্যবসায়ীদের রক্ষায় ব্যাংকিং ব্যবস্থায় নেয়া পদক্ষেপগুলো তুলে ধরে তিনি বলেন, একজনের আমানত-ই অন্যজনকে ঋণ হিসেবে দেয় ব্যাংকগুলো, সুতরাং গ্রাহক স্বার্থ সংরক্ষণই ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের অগ্রাধিকার দায়িত্ব হওয়া উচিত।

সমাবেশে মানিলন্ডারিং প্রতিরোধে সন্দেহজনক লেনদেন চোখে পড়লেই তাৎক্ষণিকভাবে রিপোর্টিংয়ের সংস্কৃতি চালু করতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান ব্যাংকটির উপ-মহাব্যবস্থাপক ইমান আলী। তিনি বলেন, সব পর্যায়ে ব্যাপক সচেতনতা ও দেশপ্রেম ছাড়া অর্থপাচার রোধ করা অসম্ভব।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে গ্রাহকদের কাছ থেকে উঠে আসা সব অভিযোগ দ্রুত নিষ্পত্তির আশ্বাস দেন রুপালী ব্যাংকের মহাব্যবস্থাপক শচীন্দ্র নাথ সমাদ্দার। তিনি জানান, করোনাকালে সরকার ঘোষিত ২ শতাংশ হারে ঋণ প্রদানে শতভাগ সক্ষমতা অর্জন করেছে ব্যাংকটির খুলনা অঞ্চল। এছাড়াও ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পে ঋণ প্রদান, শূন্য সুদে কৃষি ঋণ প্রদানেও বিদায়ী বছর ২০২০ সালে শতভাগ লক্ষ্য অর্জন করেছে ব্যাংকটি। 

অনুষ্ঠানে সবচেয়ে কম সময়ে ঋণ প্রস্তাবে অনুমোদনের নিশ্চয়তা দিয়ে ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, যশোর অঞ্চলের বিশাল সবজি পরিবহনের প্রয়োজনীয়তা বিবেচনায় স্থানীয়ভাবে বস্তা উৎপাদন প্রকল্প হাতে নিতে যাচ্ছে রুপালী ব্যাংক।

বাংলা৭১নিউজ/এমএন

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com