ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। বড় পর্দায় অভিষেকের পর প্রায় দুই দশক ঢালিউডে রাজত্ব করেন। অভিনয় করেছেন প্রায় আড়াই শতাধিক চলচ্চিত্রে।
দীর্ঘদিন ধরে চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন শাবনূর। এরই মধ্যে অনেকটাই মুটিয়ে গিয়েছেন এই নায়িকা। সম্প্রতি ‘রঙ্গনা’ নামে নতুন সিনেমায় কাজ শুরু করেন। এবার ঘাম ঝড়িয়ে ও খাদ্যাভ্যাস পরিবর্তন করে নিজেকে অনেকটাই ফিট করেছেন নায়িকা শাবনূর।
ইতোমধ্যেই ‘রঙ্গনা’ সিনেমার প্রথম লটের শুটিং সম্পন্ন হয়েছে। দ্বিতীয় লটের শুটিংয়ের আগেই নিজের আমূল পরিবর্তন এনেছেন এই নায়িকা। গতকাল নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুইটি ছবি শেয়ার করেছেন শাবনূর। তা দেখেই বোঝা যাচ্ছে, শরীরের মেদ ঝরিয়েছেন তিনি। সিনেমার চরিত্রের প্রয়োজনে নিজেকে ফিট করেছেন এই নায়িকা।
শাবনূরের এ দুটো ছবি শেয়ার করে পরিচালক আরাফাত লিখেছেন, ‘গল্পের প্রয়োজনে, দ্বিতীয় লটের শুটিংয়ের প্রস্তুতি চলছে পুরোদমে।’
গত মাসে ‘রঙ্গনা’ সিনেমার শুটিং করে সিডনিতে যান শাবনূর। খুব শিগগির দেশে ফিরবেন তিনি। ঢাকায় ফিরলেই সিনেমার বাকি অংশের কাজ শেষ করবেন বলে জানা গেছে।
বাংলা৭১নিউজ/এসএইচ