বাংলা৭১নিউজ, টাঙ্গাইল : টাঙ্গাইলের ঘাটাইলে ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে।
নিহত ডাকাতের নাম বিপ্লব (৩৫)। তিনি খুলনার মহির উদ্দিনের ছেলে। পুলিশ চার ডাকাতকে আটক করেছে।
রোববার রাতে ঘাটাইল উপজেলার শোলাকুড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস ও পিক-আপ ভ্যানসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানান, নিহত বিপ্লবসহ কয়েকজন ঘাটাইল উপজেলার সাগরদিঘী-ভরাডুবা সড়কের শোলাকুড়া এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এলাকাবাসী টের পেয়ে তাদেরকে দাওয়া করে। এ সময় তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে এলাকাবাসী বিপ্লবকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ আহত বিপ্লবকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে পুলিশ অভিযান চালিয়ে ঘাটাইলের জোড়দিঘী ও সখিপুরের কচুয়া এলাকা থেকে চার ডাকাতকে আটক করে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস, পিক-আপ ভ্যানসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।
নিহত ডাকাত বিপ্লবের লাশ ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
বাংলা৭১নিউজ/এন