বাংলা৭১নিউজ,(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘির সান্তাহারে ইফতার বানানো নিয়ে বাবা-মায়ের সঙ্গে কথা কাটাকাটির জেরে শাহিদা আফরিন প্রিয়া (২২) নামে এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (২২ মে) রাতে এ ঘটনা ঘটে।
নিহত শাহিদা আফরিন প্রিয়া উপজেলার সান্তাহার পৌর এলাকার তিয়রপাড়া মহল্লার বছির উদ্দিনের মেয়ে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ওই ছাত্রীকে তার বাবা-মা ইফতার বানাতে বললে তাদের মধ্যে কাটাকাটি হয়। একপর্যায়ে রাতে বাড়ির সকলে ঘুমিয়ে পড়লে তিনি বারান্দার তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন। রাত ১টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে তার বাবা ঘর থেকে বের হলে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান। শনিবার (২৩ মে) সকালে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলা৭১নিউজ/জেএফ