বাংলা৭১নিউজ,(ঝিনাইদহ)প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের বদ্দিপুর গ্রামে রতনা খাতুন (২২) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৬ মে) সকালে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রতনা খাতুন বদ্দিপুর গ্রামের রমজান আলীর স্ত্রী। রমজান আলী বর্তমানে কারাগারে আছেন বলে জানা গেছে।
যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ বি এম শাহিদুল ইসলাম জানান, শুক্রবার (১৫ মে) রাতে দেড় বছরের সন্তানকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন রতনা। মাঝরাতে কে বা কারা তাকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।
মহেশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদ হোসেন খান সত্যতা নিশ্চিত করে জানান, কী কারণে কে বা কারা তাকে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
বাংলা৭১নিউজ/এসএইস