রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৩:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সৌদিতে ১৯ হাজারেরও বেশি অভিবাসী গ্রেফতার শেখ রেহানার ছোট মেয়ে আজমিনাও ফ্ল্যাট উপহার নিয়ে বিতর্কে ইউরোপিয়ান ইউনির্ভাসিটির শিক্ষার্থী হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড জনগণের ঐক্য আরও সংহত করে ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে: ড. কামাল অল্প সময়ের জন্য এসেছি, ফুটপ্রিন্ট রেখে যেতে চাই: সালেহউদ্দিন আহমেদ তারেক রহমানে দেশে ফিরতে অল্প কিছুদিন লাগবে: সালাহউদ্দিন কোস্টগার্ডকে দেখে পালানোর চেষ্টা, আটক ৩ ‘তালাক’ না দেওয়ায় স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে ভারতকে উড়িয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া সীমান্তে নতুন ভাসমান চৌকি বসিয়েছে ভারত ‘দেশ পুনর্গঠনে ভিডিপি সদস্যদের প্রকৃত স্বেচ্ছাসেবী হিসেবে গড়ে তুলতে হবে’ ১১ দিন পর খুলে দেওয়া হলো সচিবালয়ের আগুন লাগা ভবন প্রাথমিক শিক্ষার ২৬৩ কোটি টাকা ব্যয়ে দুর্নীতি : দুদকের অভিযান ভয়ঙ্কর ঝড়ের কবলে যুক্তরাষ্ট্র, কয়েক রাজ্যে জরুরি অবস্থা ঢাকায় ২০০৮ সালের বিধি অনুযায়ী ভবন নির্মাণের অনুমতি দেওয়ার দাবি ১৭ দিন পর হাইকোর্টের নিয়মিত কার্যক্রম শুরু খালেদা জিয়ার সঙ্গে স্থায়ী কমিটির সদস্যদের সাক্ষাৎ রাতে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, সর্বোচ্চ দুষণ গুলশান এলাকায় ফারুকের ওপর হামলার ঘটনায় সারজিসকে দায়ী করলেন খোমেনী অব্যাহতি পাওয়া প্রশিক্ষণার্থী এসআইদের অবস্থান কর্মসূচি

ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ঝরল ৪ প্রাণ, আহত ২১

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
  • আপলোড সময় শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২১ জন।

বৃহস্পতিবার রাতে ও শুক্রবার ভোরে এই দুর্ঘটনাগুলো ঘটে বলে জানিয়েছেন হাসাড়া হাইওয়ে পুলিশের ওসি আব্দুল কাদের জিলানী। তিনি বলেন, ঘন কুয়াশা ও বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। 

তিনি বলেন, শুক্রবার ভোর ৫টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগরে হাসাড়ায় ঢাকামুখী লেনে সামনে থাকা একটি যানের সঙ্গে একটি বাসের সংঘর্ষ হয়। এতে বাসের চালক-হেলপার নিহত ও অপর পাঁচজন আহত হন। তবে হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি।

এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে সিরাজদিখানের নিমতলা এলাকায় মাওয়ামুখী লেনে দাঁড়িয়ে থাকা কভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয় আব্দুল্লাহ পরিবহনের একটি বাস। এতে বাসটি দুমড়েমুচড়ে হেলপারসহ দুইজন নিহত ও ১৬ জন আহত হন।

নিহতরা হলেন- বাসের হেলপার শ্রীনগর উপজেলার কল্লিগাও গ্রামের মো. জীবন এবং যাত্রী সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের দেবিপুরা গ্রামের বাসিন্দা মো. রায়হান।

তাদের মরদেহ শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে বলেও জানান হাইওয়ে থানার ওসি আবদুল কাদের জিলানী।

তিনি বলেন, সিরাজদিখানের নিমতলা এলাকার দুর্ঘটনায় কাভার্ড ভ্যান ও বাসটি আমরা জব্দ করেছি, তবে বাসের চালক পালিয়ে গেছেন। ঘন কুয়াশা ও বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা ঘটেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৫৫ কিলোমিটার দীর্ঘ দেশের প্রথম এক্সপ্রেসওয়েটি যেন দুর্ঘটনার ‘হটস্পটে’ পরিণত হয়েছে।

গত ২৭ ডিসেম্বর এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বাসের চাপায় নারী ও শিশুসহ দুই পরিবারের ছয় জন নিহত ও ৪ জন গুরুতর আহত হন।

মুন্সীগঞ্জ সড়ক বিভাগের তথ্যমতে, এই এক্সপ্রেসওয়েতে ২০২২ সালের জুন থেকে এ পর্যন্ত ৯৯০টি দুর্ঘটনায় ১৪০ জন নিহত ও এক হাজার ৪৪৫ জন আহত হয়েছেন।

জেলার হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশ বলছে, এক বছরে এক্সপ্রেসওয়েটিতে ৬৮টি দুর্ঘটনায় ৩৯ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা দেড় শতাধিক।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com