পানি কমে যাওয়ায় তীব্র ভাঙ্গনের কবলে পড়েছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার গড়াই ও চিত্রা নদী পাড়ের মানুষ। নদীগর্ভে বিলীন হয়েছে ফসলি জমি বসতবাড়িসহ বহু স্থাপনা।
ভাঙ্গনের কবলে নদীগর্ভে গেছে দুটি পাকা সড়ক। উপজেলার অন্তত দশটি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অসময়ে নদী ভাঙ্গনের জন্য অপরিকল্পিতভাবে নদী খননকেই দুষছেন এলাকাবাসী।
ভাঙ্গন রোধে বারবার মন্ত্রণালয়কে জানানো হলেও দৃশ্যমান কোন কাজ হয়নি বলে অভিযোগ তাদের। তবে দ্রুত পদক্ষেপ নেয়া হবে বলে আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
বাংলা৭১নিউজ/এএম