বাংলা৭১নিউজ, মোঃ নজরুল ইসলাম রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের পাঁচপোটরা গ্রামে শতবর্ষী বট-পাকুড় গাছ গড়াই নদীর ভাঙ্গনে উপড়ে পড়েছে নদীতে।
স্থানীয় বাসিন্ধা হরেন্দ্রনাথ বিশ্বাস জানান, উপজেলার জঙ্গল ইউনিয়নের পাঁচপোটরা গ্রামের আমারই বংশধর ক্ষিরোদা সুন্দরী ১০ শতাংশ জমি দানপত্র করেন। ওই জমিতে বট ও পাকুর গাছ রোপন করে। বট-পাকুরের বিয়ে দেন ক্ষিরোদা সুন্দরী ও নিরো বালা। গাছ দু,টির বয়স ১শত বছরের উপড়ে বলে স্থানীয়দের কাছ থেকে জানাগেছে। শুধু গাছই নয়, বেড়িবাঁধ, ভাঙ্গন প্রতিরোধে নির্মাণাধীন সিসি ব্লক গড়াই নদীর ভাঙ্গনে বিলিন হতে চলেছে। ওই বেড়িবাঁধ ভাঙ্গলে আগামী বর্ষা মৌসুমে ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে। বেড়িবাঁধটি দ্রুত সংস্কার করার দাবী জানিয়েছেন এলাকাবাসী। জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাস জানান, গড়াই নদীর ভাঙ্গনের বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান, জেলা প্রশাসক মহোদয়কে অবগত করা হয়েছে। দ্রুত ভাঙ্গন প্রতিরোধে ব্যবস্থা ও বেড়িবাঁধ মেরামত করা না হলে বেড়িবাঁধ নদী গর্ভে বিলিন হয়ে অনেক জানমালের ক্ষতি সাধন হওয়ার আশঙ্কা রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা জানান, বিষয়টি জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে চিঠির মাধ্যমে অবগত করা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস