বিশ্ব সংগীতাঙ্গনের অন্যতম সম্মানসূচক পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ডস। গতকাল স্থানীয় সময় (৪ ফেব্রুয়ারি) মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসেছিল এবারের ৬৬তম আসর। এবারের আসরে ৯৪টি বিভাগে পুরস্কার প্রদান করা হয়।
এ আসরে গ্র্যামিতে সর্বোচ্চ ৯টি বিভাগে মনোনয়ন পেয়েছিলেন সিজা। আর সাতটি করে মনোনয়ন পেয়েছিলেন ফোবি ব্রিজার্স, সেরবান ঘিনা ও ভিক্টোরিয়া মোনেট। মূল আসরে গুরুত্বপূর্ণ পুরস্কারগুলো পেয়েছেন নারীরা। চলুন জেনে নিই, উল্লেখযোগ্য বিভাগে কারা পেলেন এবারের পুরস্কার—
অ্যালবাম অব দ্য ইয়ার: মিডনাইট (টেইলর সুইফট)
রেকর্ড অব দ্য ইয়ার: ফ্লাওয়ার্স (মাইলি সাইরাস)
সং অব দ্য ইয়ার: হোয়াট ওয়াজ আই মেড ফর
বেস্ট পপ সলো পারফরম্যান্স: ফ্লাওয়ার্স (মাইলি সাইরাস)
বেস্ট পপ গ্রুপ পারফরম্যান্স: গোস্ট ইন দ্য মেশিন (সিজা ফিচারিং ফোবি ব্রিজার্স)
বেস্ট পপ ভোকাল অ্যালবাম: মিডনাইট (টেইলর সুইফট)
বেস্ট নিউ আর্টিস্ট: ভিক্টোরিয়া মোনেট
বেস্ট ড্যান্স: রাম্বল (স্ক্রিলেক্স, ফ্রেড এগেইন এবং ফ্লোডন)
বেস্ট পপ ড্যান্স রেকর্ডিং: পদাম পদাম (কাইলি মিনোগ)
বেস্ট ড্যান্স/ইলেকট্রনিক মিউজিক অ্যালবাম: অ্যাকচুয়াল লাইফ থ্রি (১ জানুয়ারি-৯ সেপ্টেম্বর ২০২২), ফ্রেড এগেইন
বেস্ট রক পারফরম্যান্স: নট স্ট্রং এনাফ (বয়জিনিয়াস)
বেস্ট মেটাল পারফরম্যান্স: ৭২ সিজিন (মেটালিকা)
বেস্ট রক সং: নট স্ট্রং এনাফ (জুলিয়ান, ফোবি ব্রিজার্স, লুসি ড্যাকাস, গীতিকার: বয়জিনিয়াস)
বেস্ট রক অ্যালবাম: দিস ইজ হোয়াই (পারামোর)
বেস্ট র্যাপ পারফরম্যান্স: সাইন্টিস্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (কাইলি মাইক)
বেস্ট র্যাপ অ্যালবাম: মাইকেল (কিলার মাইক)
বেস্ট ট্র্যাডিশনাল পপ ভোকাল অ্যালবাম: বিউইচড, লাফি
বেস্ট কান্ট্রি সং: হোয়াইট হর্স (ক্রিস স্ট্যাপলটন এবং ড্যান উইলসন, গীতিকার: ক্রিস স্ট্যাপলটন)
বেস্ট কান্ট্রি অ্যালবাম: বেল বটম কান্ট্রি (লেনি উইলসন)
বেস্ট ফোক অ্যালবাম: জনি মিচেল অ্যাট এয়ারপোর্ট (জনি মিচেল)
বেস্ট মিউজিক ভিডিও: আই অ্যাম অনলি স্লিপিং (বিটলেস)
বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম: দিস মোমেন্ট (শক্তি)
বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স: পশতু, বেলা ফ্লেক, এডগার মেয়ার এবং জাকির হোসেন ফিচারিং রাকেশ চৌরাসিয়া
তথ্যসূত্র: হলিউড রিপোটার্স ডটকম
বাংলা৭১নিউজ/এসএকে