বাংলা৭১নিউজ, রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া শিবির নেতা হাফিজুর রহমান মারা গেছেন।
আজ বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাফিজুর। হাসপাতালের ওয়ার্ড মাস্টার মোশারফ হোসেন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্র জানায়, গত ১৭ মে বিকেলে অসুস্থ অবস্থায় হাফিজুরকে হাসপাতালে আনা হয়।
হাফিজুরের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ জানায়, হাফিজুর রাজশাহী নগরের ১৯ নম্বর ওয়ার্ড ছাত্রশিবিরের সেক্রেটারি ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
হাফিজুরকে গ্রেপ্তার করার পর রিমান্ডে নিয়েছিল পুলিশ।
গত ২৩ এপ্রিল সকালে রাজশাহী নগরের শালবাগান এলাকায় শিক্ষক রেজাউলকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
বাংলা৭১নিউজ/সি