সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে রাজবাড়ীতে শীতার্তদের পাশে সেনাপ্রধান অসচ্ছল শিক্ষার্থীরা চিকিৎসা সহায়তায় পাবেন ১০-৫০ হাজার টাকা কমিশনের সুপারিশের পর স্বাস্থ্যের সংস্কার শুরু হবে : উপদেষ্টা বিএনপি নেতা এস এ খালেক মারা গেছেন সিরিয়ায় তুরস্ক সমর্থিত গোষ্ঠী ও কুর্দি বাহিনীর সংঘর্ষ, নিহত শতাধিক সরকারি কলেজের শিক্ষকদের সম্পদের তথ্য জমা দিতে হবে মাউশিতে মুন্সীগঞ্জে অতিরিক্ত সচিবের বাড়িতে ডাকাতি আরও পাঁচ ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটি পাট-পর্যটন-ফার্মাসিউটিক্যালস-টেলিকমে বিনিয়োগের আহ্বান নদী দূষণ রোধ-বর্জ্য ব্যবস্থাপনায় এডিবির সহযোগিতা চাইলেন উপদেষ্টা ভারতে প্রশিক্ষণে যাওয়া হচ্ছে না বিচার বিভাগের ৫০ কর্মকর্তার টেকনাফে ৩৬ রোহিঙ্গার অনুপ্রবেশ, হেফাজতে নিয়েছে বিজিবি ৯ দফা দাবি আদায়ে চবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি পেট্রোবাংলার চেয়ারম্যান পদে রেজানুর রহমানের যোগদান সেনাবাহিনীর মূল লক্ষ্যই হলো বিজয়ী হওয়া : প্রধান উপদেষ্টা সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস আটক স্ত্রীসহ তাপসের ৮০ কোটির সম্পদ, ৬১৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন সৌদিতে ১৯ হাজারেরও বেশি অভিবাসী গ্রেফতার শেখ রেহানার ছোট মেয়ে আজমিনাও ফ্ল্যাট উপহার নিয়ে বিতর্কে

গ্রিসে বৈধতা পাচ্ছেন ১৫ হাজারের বেশি বাংলাদেশি

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ২৯ বার পড়া হয়েছে

গ্রিসে অনিয়মিতভাবে বসবাসরত ১৫ হাজারের বেশি বাংলাদেশি তাৎক্ষণিক বৈধ বা নিয়মিত হওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছেন এথেন্সে বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ। আগামী মাসের মাঝামাঝি থেকে বৈধকরণ কার্যক্রম শুরু হবে বলে তিনি জানান।

রাষ্ট্রদূত আসুদ আহমেদ বলেন, গত ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ ও গ্রিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এটি বাস্তবায়নের প্রথম ধাপ হিসেবে গ্রিসে বসবাসরত অনিয়মিত প্রবাসী বাংলাদেশিদের বৈধ করার প্রক্রিয়া নির্ধারণ করা হয়।

এ লক্ষ্যে গ্রিস সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কয়েক দফা বৈঠক হয়েছে। বাংলাদেশিদের বৈধকরণ কার্যক্রম শুরুর জন্য গ্রিস সরকার একটি অনলাইন প্ল্যাটফরম চালু করবে, যেখানে শুধু অনিয়মিত বসবাসরত বাংলাদেশিরা আবেদন করবেন।

প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে তাৎক্ষণিক বৈধ হতে পারবেন এবং বৈধভাবে চাকরির সুযোগ পাবেন। অনলাইনে আবেদন সঠিকভাবে সম্পন্ন হওয়ার পরপরই আবেদনকারীর ই-মেইলে তাঁর অস্থায়ী রেসিডেন্স পারমিট পাঠানো হবে। বৈধ বা নিয়মিত হওয়ার প্রক্রিয়াটি সহজ ও সংক্ষিপ্ত।

এতে জটিলতা না থাকায় কোনো এজেন্ট বা আইনজীবীর শরণাপন্ন হওয়ার বাধ্যবাধকতা নেই। প্রয়োজনে দূতাবাসের সহায়তা নেওয়া যাবে কিংবা বিশ্বস্ত আইনজীবীর সহায়তা নিয়ে আবেদন করা যাবে।
রাষ্ট্রদূত বলেন, আবেদনপ্রক্রিয়া তিন ধাপে সম্পন্ন হবে। নিয়মিত হতে আগ্রহী বা ইচ্ছুক প্রবাসী বাংলাদেশিরা দূতাবাসে তাঁদের নাম নিবন্ধন করবেন এবং তাঁদের পাসপোর্টের একটি অনুলিপি সত্যায়িত করে নিয়ে যাবেন।

দূতাবাসে নাম নিবন্ধনের সময় যেসব বিষয় থাকতে হবে সেগুলো হলো দুই বছরের বেশি মেয়াদ সম্পন্ন পাসপোর্ট, এ বছরের ৯ ফেব্রুয়ারির আগে গ্রিসে যাওয়া বা বসবাসের প্রমাণপত্র, একটি ই-মেইল ঠিকানা এবং আবেদনকারীর নামে নিবন্ধিত একটি মোবাইল ফোন নম্বর। যাঁরা এরই মধ্যে তাঁদের সম্ভাব্য চাকরিদাতা নিশ্চিত করতে পেরেছেন তাঁরা শিগগিরই দূতাবাসে এসে নাম নিবন্ধন করে এবং তাঁদের পাসপোর্টটি সত্যায়িত করে নিয়ে যেতে পারেন।

দূতাবাসে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, শতাধিক আবেদনকারীর নাম নিবন্ধন করা হয়েছে। দূতাবাসে নাম নিবন্ধন হলেই শুধু গ্রিস সরকারের ঘোষিত অনলাইন প্ল্যাটফরমে নিয়মিত হওয়ার জন্য মূল আবেদন করা যাবে। নিবন্ধনকারীদের নাম দূতাবাস অনলাইনে যুক্ত করার মাধ্যমে তাঁদের আবেদনের প্রাথমিক ধাপটি সম্পন্ন করবে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com