বাংলা৭১নিউজ, নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের চান্দাই ইউনিয়নের গাড়ফা এলাকার একটি ব্রীজের দুপাশে মাটি না থাকায় দীর্ঘ ২ বছর সড়কটিতে কেউ চলাচল করতে পারেননি।
মঙ্গলবার (১৫ মে) ওই ব্রীজের দুপাশে মাটি দিয়ে ভরাট সহ গ্রামীণ সংযোগ সড়কের এইচবিবি (হেরিং বন বন্ড) করণের কাজ উদ্বোধন করা হয়েছে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান ও নাটোর জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন।
ব্রীজের দুপাশে মাটি দিয়ে ভরাট করে তা চলাচলের উপযোগী করা সহ গাড়ফা বাজার মসজিদ অভিমুখে এইচবিবি করণের এ কাজ বাস্তবায়ন করবে উপজেলা পরিষদ।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চান্দাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আনিছুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ওয়ার্ড সভাপতি সগির হোসেন ইন্তাজ, মুক্তিযোদ্ধা আতাউর রহমান জিন্না, প্রবীণ রাজনীতিবিদ ও সমাজ সেবক আ. সোবাহান প্রামাণিক প্রমূখ।
বাংলা৭১নিউজ/জেএস