গ্রামীণফোন আয়োজিত বি২বি ফেয়ারে অংশগ্রহণ করেছে অর্গানিক নিউট্রিশন লি.। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত জিপি হাউজে গত ৩১ মার্চ থেকে ১ এপ্রিল দুই দিনব্যাপী এই মেলার আয়োজন করে গ্রামীণফোন কর্তৃপক্ষ। গ্রামীণফোনের বিটুবি পার্টনার হিসেবে এই মেলায় অংশগ্রহণ করে অর্গানিক নিউট্রিশন লি.।
প্রতিষ্ঠানটি গ্রামীণফোনের সব কর্মকর্তার জন্য ফ্রি নিউট্রিশন কনসালট্যান্সির ব্যবস্থা করে, একইসঙ্গে তাদের বিভিন্ন ফাংশনাল ফুড প্রদর্শনী ও বিক্রয়ের ব্যবস্থা ছিল। প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক কর্নেল (অব.)।
ইঞ্জিনিয়ার এ আর মুহাম্মদ পারভেজ মজুমদার জানান, মেলায় উপস্থিত দর্শনার্থীরা অর্গানিক নিউট্রিশন লি.-এর উৎপাদিত ফাংশনাল ফুড সম্পর্কে বেশ ইতিবাচক আগ্রহ দেখিয়েছে।
উল্লেখ্য, অর্গানিক নিউট্রিশন লি. বাংলাদেশে প্রথমবারের মতো ফাংশনাল ফুড উৎপাদন, বাজারজাত ও বিক্রয় করে আসছে। অর্গানিক নিউট্রিশন লি. বাংলাদেশের প্রথম ও একমাত্র 05940159110 সার্টিফায়েড ফাংশনাল ফুড উৎপাদনকারী প্রতিষ্ঠান।
বাংলা৭১নিউজ/এসএইচ