শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দক্ষিণ এশিয়ার দেশগুলোতে কত শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প বাংলাদেশি ভেবে বিএসএফের গুলি, ভারতীয় চোরাকারবারির মৃত্যু ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে নির্বাচন: প্রেস সচিব ২০৩৫ ফুটবল বিশ্বকাপ কোথায় হবে, জানাল ফিফা টেকনাফে নৌবাহিনীর অভিযান, অস্ত্রসহ বিপুল নদগ অর্থ জব্দ ভারতের কিছু মিডিয়ার কাজই হচ্ছে মিথ্যা বলা: স্বরাষ্ট্র উপদেষ্টা ঈদের ছুটি শেষে এসএসসি পরীক্ষা, নানামুখী চ্যালেঞ্জ বিমসটেক সম্মেলনে তরুণদের উদ্দেশে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ‘মোদী আমার বন্ধু’ বলেই ভারতের ওপর শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের দুর্নীতির অভিযোগ নিয়ে এবার প্রকাশ্যে মুখ খুললেন টিউলিপ সিদ্দিক সৌদি আরবে সড়কে প্রাণ হারালেন কুমিল্লার যুবক ধলেশ্বরী নদীতে সেনা অভিযান : অস্ত্রসহ ডেঞ্জার গ্যাংয়ের ১৬ জন আটক বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক তানিফা নিহত কালীগঞ্জে লোহার রড় দিয়ে পিটিয়ে যুবককে হত্যা মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৬ ‘স্বাধীনতা ২.০’ নিয়ে যে ব্যাখ্যা দিলেন ফারুকী চাঁদপুরে উন্মুক্ত বিনোদন কেন্দ্র মোলহেডে দর্শনার্থীদের ভিড় হঠাৎ উত্তপ্ত সিলেট: আওয়ামী লীগের ৪ নেতার বাসায় হামলা বিমসটেক সম্মেলনে বিকেলে মূলপ্রবন্ধ উপস্থাপন করবেন প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ পর্যালোচনা করছে বাংলাদেশ

গ্রামবাসীর হামলায় পুলিশসহ তিতাসের লোকজন আহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
  • আপলোড সময় সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
  • ৭১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার সময় মাইকে ঘোষণা দিয়ে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (টিজিটিডিসিএল) লোকজন এবং পুলিশের ওপর দফায় দফায় হামলার অভিযোগ পাওয়া উঠেছে গ্রামবাসীর বিরুদ্ধে।

রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার আড়াইহাজার পৌরসভাধীন ঝাউগড়া উত্তরপাড়া ঈদগাহসংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

এ ঘটনায় পুলিশের ৮ সদস্য ও তিতাসের ৩ জনসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ ১০ জনকে আটক করেছে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শটগানের গুলি ছোড়ে।

তিতাস ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসেনের নেতৃত্বে তিতাস গ্যাস যাত্রামুড়া অফিসের উপব্যবস্থাপক রিফাত আবদুল্লাহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য নিয়ে আড়াইহাজার পৌরসভাধীন ঝাউগড়া উত্তরপাড়া ঈদগাহসংলগ্ন সড়কের পাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে যান।

এ সময় ঝাউগড়া উত্তরপাড়া তিনতলা জামে মসজিদ থেকে মাইকে ঘোষণা দেওয়া হয় যে, তিতাসের লোকজন গ্যাস সংযোগ বিচ্ছিন করতে আসছেন। এমন খবরে ঝাউগড়া উত্তরপাড়াসহ বেশ কয়েকটি এলাকার কয়েকশত নারী-পুরুষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তিতাসের লোকজন এবং পুলিশ সদস্যের ওপর হামলা চালায়।

গ্রামবাসী বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে তাদের ওপর। পুলিশ ও গ্রামবাসীর মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। একপর্যায়ে পুলিশ শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পরে আড়াইহাজার থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সোমবার (৭ ডিসেম্বর) সকালে আড়াইহাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, তিতাসের অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করতে গেলে এলাকার লোকজন পুলিশ ও তিতাসের লোকজনের ওপর হামলা চালায়। এ সময় লোকজন ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশের ৮ সদস্য ও তিতাসের তিনজন আহত হয়েছেন।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও জানমাল রক্ষার্থে শটগানের গুলি ব্যবহার করেছে। তবে কী পরিমাণ শটগানের গুলি ব্যবহার করা হয়েছে পুলিশ এখনো আমাদের কাছে হিসাবে দেয়নি। বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করেছে। কারা কারা হামলা চালিয়েছে তাদের নাম-পরিচয় শনাক্তের কাজ চলছে। নাম পাওয়া গেলে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

তিতাসের রূপগঞ্জের যাত্রামুড়া শাখা অফিসের উপব্যবস্থাপক রিফাত আবদুল্লাহ জানান, এই অবৈধ সংযোগ দিয়ে ১০ বছরের বেশি সময় ধরে কয়েকটি গ্রামের হাজারেরও বেশি রাইজার বসিয়ে অবৈধভাবে গ্যাস ব্যবহার করে আসছেন। অবৈধ সংযোগটি ইতিপূর্বে কয়েকবার বিচ্ছিন্ন করতে গিয়েও জনতার রোষানলে পড়ে তাদের ব্যর্থ হয়ে ফিরে আসতে হয়েছে।

আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) শাখাওয়াত হোসেন জানান, অভিযানে শহরের পুলিশ লাইন থেকে পুলিশ আনা হয়েছিল। তাই কী পরিমাণ শটগানের গুলি ব্যবহার করা হয়েছে, তা এখনো জানা যায়নি।

এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

বাংলা৭১নিউজ/এমএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com