বাংলা৭১নিউজ,হিলি (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে বন বিভাগের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় গ্রামবাসীর সাথে পুলিশের সংর্ঘষের ঘটনা ঘটেছে। এসময় পুলিশের গুলিতে স্থানীয় দুইজন গুলি বিদ্ধ হয়েছে।
গুলি বিদ্ধ দুইজনকে স্থানীয় দলারদরগা কমরউদ্দিন মেমোরিয়াল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
গতকাল শুক্রবার বিকেলে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের হরিনাথপুর গ্রামে উচ্ছেদ অভিযানের সময় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট মশিউর রহমান ও বন বিভাগের চরকাই রেঞ্জের কর্মকর্তা নিশিকান্ত মালাকার সহ পুলিশ সদস্যরা সেখানে বোল্ডোজার দিয়ে ৪টি বাড়ি ভাঙ্গচুর শুরু করে। এসময় এলাকাবাসী উচ্ছেদ অভিযানে বাধা দিলে পুলিশ এলোপাথারি ভাবে ১০ রাউন্ড গুলি চালায়। এতে স্থানীয় দুই জন গুলি বিদ্ধ হয়।
এদিকে ভুক্তভুগীদের দাবি, তারা সরকারের কাছ থেকে বৈধ ভাবে ১শ বছরের জন্য লিজ নিলেও কোন নোটিশ ছাড়ায় তাদের স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এবি