বাংলা৭১নিউজ, ঢাকা: রাজধানীর পোস্তগোলার একটি বাসায় গ্যাসের আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। আজ সকালে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- আজাদ, তার স্ত্রী ইয়াসমিন, ছেলে রনি এবং রনির ভাতিজি শারমিন। তারা পোস্তগোলার মুজাফফরের বাড়িতে ভাড়া থাকতেন। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
ওই বাসার পাশের ইউনিটের বাসিন্দারা জানান, সকালে গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লেগে তা চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে ওই ইউনিটে থাকা একই পরিবারের চারজন দগ্ধ হন। দ্রুত তাদের উদ্ধার করে ঢামেকের বার্ন ইউনিটে নেয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক বাচ্চু মিয়া চারজন দগ্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুনে আজাদের শরীরের ৬০ শতাংশ, ইয়াসমিনের ৩৮ শতাংশ, রনির ৪০ শতাংশ পুড়ে গেছে। এদের সবার অবস্থা আশঙ্কাজনক।
বাংলা৭১নিউজ/এম