বাংলা৭১নিউজ,ডেস্ক: স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের স্মার্টফোনে ছড়িয়ে পড়েছিল রহস্যময় ‘১’ নোটিফিকেশন বার্তা। প্রতিষ্ঠানটির ডিভাইস খুঁজে দেওয়ার অ্যাপ ‘ফাইন্ড মাই মোবাইল’ থেকে হঠাৎ এই নোটিফিকেশন পেয়ে চমকে ওঠেন অনেকেই।
নোটিফিকেশনের অর্থ বুঝতে না পেরে স্মার্টফোন হ্যাক হওয়ার শঙ্কাও পেয়ে বসে তাদের। পরে রহস্যময় বার্তা পাঠানোর বিষয়টি স্বীকার করে স্যামসাং দাবি করেছে, অভ্যন্তরীণ পরীক্ষা-নিরীক্ষার সময় অনিচ্ছাকৃতভাবে নোটিফিকেশন বার্তাটি পাঠানো হয়েছে। এ জন্য ব্যবহারকারীদের কাছে ক্ষমাও চেয়েছে তারা।
বাংলা৭১নিউজ/সূত্র : ইন্টারনেট