প্রতারণার এক মামলায় ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান, বিশ্বের অন্যতম শীর্ষ ধনী গৌতম আদানির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত।
এ মামলায় তার বিরুদ্ধে ২৫ কোটি ডলার ঘুষ লেনদেনের ষড়যন্ত্র এবং বিনিয়োগকারীদের কাছে তথ্য গোপন করে যুক্তরাষ্ট্রের বাজার থেকে অর্থ সংগ্রহের চেষ্টার অভিযোগ আনা হয়েছে।
এমন রিপোর্ট প্রকাশিত হওয়ার পরেই আদানির কিছু কোম্পানির শেয়ারে দরপতন শুরু হয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, আদানির গ্রিন এনার্জির শেয়ার ১৮ দশমিক ৭৬ শতাংশ হ্রাস পেয়েছে। আদানি এনার্জি সলুউশনের দরপতন হয়েছে ২০ শতাংশ, আদানি এন্টারপ্রাইজের শেয়ারের হ্রাস হয়েছে ১০ শতাংশ, আদানি পাওয়ারের শেয়ার হ্রাস পেয়েছে ১৩ দশমিক ৯৮ শতাংশ এবং আদানি পোর্টস শেয়ারের দরপতন হয়েছে ১০ শতাংশ।
এর আগে গত বছর নিউইয়র্ক-ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হিনডেনবার্গ রিসার্চের এক প্রতিবেদন প্রকাশ হওয়ার পর গৌতম আদানির মালিকানাধীন বিভিন্ন কোম্পানির শেয়ারের মূল্যে ধস নামে।
গৌতম আদানিকে ‘কর্পোরেট জগতের ইতিহাসের সবচেয়ে বড় ধোঁকাবাজ’ আখ্যায়িত করা হয় ওই প্রতিবেদনের জেরে গত বছরের জানুয়ারিতে এক সপ্তাহেই প্রায় ২৫০০ কোটি ডলারের ব্যক্তিগত ধনসম্পদ উধাও হয় আদানির।
বাংলা৭১নিউজ/এসএইচ