আরেকটি রাজকীয় বিয়ের আয়োজন দেখতে চলেছে বি-টাউনবাসী। ২৭ জানুয়ারি দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী মৌনি রায়।
ছোট পর্দা থেকে রুপালি পর্দায় ঝড় তুলছেন বলিউডের বঙ্গকন্যা মৌনি রায়। ‘গোল্ড’ ও ‘মেইড ইন চায়না’ সিনেমায় দারুণ পারফরম্যান্স দিয়ে অগণিত দর্শকের মন জয় করেছেন তিনি। এবার মুক্তির অপেক্ষায় আছে তাঁর ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমা। শুধু সিনেমা নয়, প্রচারের আলোয় তাঁর ব্যক্তিগত জীবনও।
বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবল ও হিন্দুস্তান টাইমসের খবর, ২৭ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মৌনি রায়। পাত্র দুবাইভিত্তিক ব্যবসায়ী সুরজ নাম্বিয়ার।
প্রথমে শোনা গিয়েছিল ইতালি বা দুবাইয়ে ডেস্টিনেশন ওয়েডিং সারবেন মৌনি রায়। তবে আপতত সেই পরিকল্পনা বাতিল। আগামী ২৭ জানুয়ারি প্রেমিক সুরজ নাম্বিয়ারের সঙ্গেই গাঁটছড়া বাঁধতে চলেছেন পশ্চিমবঙ্গের কোচবিহারের এই কন্যা। গোয়ার সমুদ্রসৈকতে সাতপাক ঘুরবেন মৌনি। এই মুহূর্তে চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি।
দুবাইয়ের ইনভেস্টমেন্ট ব্যাংকার সুরজ নাম্বিয়ার। সুরজের সেখানে নিজস্ব ব্যবসাও আছে। সে কারণে আজকাল প্রায়ই দুবাইয়ে সময় কাটান মৌনি। বেঙ্গালুরুতে আদি বাড়ি সুরজের। ২০২০ সালের শুরুতে দুবাইয়ে থাকাকালে সুরজের প্রেমে পড়েন মৌনি রায়।
সমুদ্র-তীরবর্তী গোয়ার একটি পাঁচতারকা হোটেলে বিয়ে হবে মৌনি-সুরজের। কোভিড প্রটোকল মেনেই হবে বিয়ের আয়োজন। অতিথিদের টিকার সনদ দেখাতে হবে। অতিথির তালিকায় রয়েছেন করণ জোহর, একতা কাপুর, মনীশ মালহোত্রা, আশকা গোরাডিয়াসহ অনেকেই।
বাংলা৭১নিউজ/এসএইচ