বাংলা৭১নিউজ, রাজবাড়ী প্রতিনিধি: গোয়ালন্দ পৌরসভার ২০১৭-১৮ অর্থবছরের ঘোষিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন বুধবার দুপুরে পৌর মেয়রের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
পৌরসভার মেয়র শেখ মো. নিজাম সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র কোমল কুমার সাহা, সচিব মো. ইসমাইল হোসেন খান, কাউন্সিলর আলাউদ্দিন মৃধা, আব্দুর রশিদ ফকির, জাজিউর রহমান রাসেল, হাবিবুর রহমান, কাজী কুব্বাদ হোসেন, হিসাব রক্ষক মো. ওম্বর আলী প্রমুখ।
সংবাদ সম্মেলনে ২০১৭-১৮ অর্থবছরে ১৬ কোটি ২১ লাখ ২৪ হাজার ৭১০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে বলে জানানো হয়। এর মধ্যে মোট রাজস্ব আয় ৩ কোটি ৪৪ লাখ ৩৭ হাজার টাকা এবং মোট রাজস্ব ব্যয় ৩ কোটি ২২ লাখ ৩৭ হাজার টাকা। রাজস্ব উদ্ধৃত ধরা হয়েছে ১২ লাখ টাকা। মোট উন্নয়ন আয় ধরা হয়েছে ১২ কোটি ছাপ্পান্ন লাখ ৮৭ হাজার ৭১০ টাকা।
বাংলা৭১নিউজ/জেএস