রিয়াল মাদ্রিদে অভিষেক ম্যাচ গোল দিয়েই রাঙালেন কিলিয়ান এমবাপে। ইতালিয়ান ক্লাব আটালান্টার বিপক্ষে খেলতে নেমে দুর্দান্ত এক গোল করেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই তারকা। এমবাপের অভিষেক দিনে আটালান্টাকে ২-০ ব্যবধানে হারিয়ে উয়েফা সুপার কাপের শিরোপাও জিতেছে রিয়াল।
অভিষেক ম্যাচে গোল পাওয়ায় ম্যাচের পর দারুণ উচ্ছ্বাসিত দেখা গেছে এমবাপেকে। আবেগতাড়িত এই তারকা এরপর গণমাধ্যমের মুখোমুুখিও হয়েছেন।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এমবাপেকে জিজ্ঞেস করা হয়েছিল, রিয়ালের হয়ে ২০২৪-২৫ মৌসুমে ৫০ গোল করতে পারবেন কিনা।
সাংবাদিকের প্রশ্নের জবাব আত্মবিশ্বাসের সঙ্গেই দিয়েছেন এমবাপে। তিনি জানিয়েছেন, হিসাব করে নয়; রিয়ালকে দুই হাতে দিতে চান এমবাপে। কত গোল করবেন, সেটিকে একটি নির্দিষ্ট সংখ্যায় আটকে রাখকে চান না ফরাসি এই তারকা।
মুভিস্টারকে এমবাপে বলেন, ‘আমরা রিয়াল মাদ্রিদে আছি। আমাদের কোনো সীমা নেই। আমারও কোনো সীমা নেই। আমি যদি ৫০ গোল করতে পারি, তবে তা শুধুই ৫০। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, দল হিসেবে জয়লাভ করা এবং উন্নতি করা। কারণ আমরা একটি দল হিসেবে জিততে যাচ্ছি।’
এমবাপে ফরাসি হলেও স্প্যানিশ ভাষায় দারুণ দক্ষ তিনি। গতকাল ম্যাচের পর সাবলীলভাবে স্প্যানিশ ভাষায় এমবাপে বলেন, ‘এটি দুর্দান্ত রাত। আমি এই মুহূর্তটির জন্য দীর্ঘকাল ধরে অপেক্ষা করছিলাম; এই শার্ট, ব্যাজ সহ ভক্তদের জন্য খেলার জন্য। এটি আমার জন্য একটি দুর্দান্ত মুহূর্ত।’
‘ট্রফি জেতা খুবই গুরুত্বপূর্ণ, আমরা জানি যে (মাদ্রিদে) আমাদের সবসময়ই জিততে হবে। আমি নিশ্চিতভাবে খুব খুশি গোল ও আমার মতো একজন ফরোয়ার্ডকে নিয়ে। আমার প্রথম ম্যাচে নির্ণায়ক হওয়া নিয়েও আমরা খুশি। কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো, এটি খেলার আনন্দ।’
বুধবার পোল্যার্ডের ওয়ারশতে ৫৯ মিনিটে ক্লোজ রেঞ্জ থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন উরুগুয়ের তারকা ফেডেরিক ভালভার্দে। এর ৯ মিনিট পর জুড বেলিংহ্যামের পাস থেকে গোলবারের উপরের কোণা দিয়ে আটালান্টার জাল কাঁপান এমবাপে। এতে ২-০ গোলে এগিয়ে যায় রিয়াল।
ম্যাচ শেষে বেলিংহ্যামকে নিয়েও কথা বলেছেন এমবাপে। তিনি বলেন, ‘সে ভালো খেলোয়াড়দের মধ্যে একজন। সে মেধাবী, তীক্ষ্ণ, কারিগরি গুণে গুণান্বিত। একজন দুর্দান্ত টিম-মেটও। তিনি বাকি ছেলেদের মতোই দলের জন্য কাজ করেন। তাকে কৃতিত্ব দিতে হবে। সে আজ রাতে এটির প্রাপ্য।’
এমবাপেকে নিয়ে কথা বলেছেন কোচ কার্লো আনচেলত্তি। ‘টিএন্ডটি স্পোর্টসকে তিনি বলেন, ‘এমবাপ্পে সত্যিই ভালো করেছে। সে দলের সঙ্গে ভালো মানিয়ে নিয়েছে। সে ভিনিসিয়াস জুনিয়র এবং বেলিংহ্যামের সঙ্গে ভালোভাবে মিলিত হয়েছে। অবশ্যই আমাদের অনেক গুণী (খেলোয়াড়) আছে। তবে আমাদের একসঙ্গে খেলতে হবে এবং আজ (গতকাল) রাতে তাই করেছি।’
বাংলা৭১নিউজ/এসএইচ