বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হলো ভারত-ইংল্যান্ডের গোলাপি বলের লড়াই। আহমেদাবাদের মোতেরায় নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দিবারাত্রির টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংলিশদের সংগ্রহ ৩ উইকেটে ৭৪ রান।
ব্যাটিংয়ের শুরুতেই ভারতীয় বোলারদের তোপে চাপে পড়ে যায় সফরকারীরা। দলীয় ২ রানেই ব্রেক থ্রু এনে দেন ইশান্ত শর্মা। ব্যক্তিগত শূন্য রানে তার বলে আউট হয়ে ফিরে যান ওপেনার ডম সিবলি। সুবিধা করতে পারেননি জনি বেয়ারেস্টাও। তিনিও রানের খাতা খোলার আগেই পরাস্ত হয়েছেন।
প্যাটেলের বলে এলবিডব্লিউ’র ফাঁদে পড়ে বিদায় নেন তিনি। তবে একপ্রান্ত আগলে রেখে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন জ্যাক ক্রাউলি। ক্রাউলি অপরাজিত আছেন ৫৩ রানে। তাকে সঙ্গ দিচ্ছিলেন অধিনায়ক জো রুট। কিন্তু ১৭ রান করে অশ্বিনের বলে ফিরে গেছেন তিনিও।
এ টেস্টে ইংল্যান্ড দলে ফিরেছেন জেমস অ্যান্ডারসন, জোফরা আর্চার, জ্যাক ক্রাউলি ও জনি বেয়ারেস্টো। ভারতীয় দলেও এসেছে দুই পরিবর্তন। মোহাম্মদ সিরাজের জায়গায় দলে ফিরেছেন জাসপ্রিত বুমরাহ। আর কুলদ্বীপ যাদবের জায়গায় খেলবেন ওয়াশিংটন সুন্দর।
চার ম্যাচের টেস্ট সিরিজ ১-১ এ সমতা বিরাজ করছে।
বাংলা৭১নিউজ/এমএস