ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমিতে এক হিজবুল্লাহ সদস্যকে হত্যার দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। নিহত ওই ব্যক্তি ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহারের জন্য গোয়েন্দা তথ্য প্রচার করেছিল বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) এমন দাবি করেছে তারা। খবর রয়টার্সের।
সিরিয়ায় ইরান সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুগুলোতে বছরের পর বছর ধরে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটিতে ২০২৩ সালের ৭ অক্টোবর ইরান-সমর্থিত ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর তাদের অভিযানের সংখ্যা আরও বেড়েছে। হামাসের ওই হামলা গাজায় ইসরায়েলের যুদ্ধকে ত্বরান্বিত করেছিল।
এ হামলার প্রতিশোধ নেওয়ার প্রক্রিয়া বাড়িয়েছে ইসরায়েল। দেশটি লেবাননে সেনা পাঠিয়েছে এবং ইরান-সমর্থিত সশস্ত্র যোদ্ধাদের সন্ধানে ইরান, ইয়েমেন ও সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে। ফলে মধ্যপ্রাচ্যে একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে, যেটিতে ইরান ও যুক্তরাষ্ট্রও জড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ইসরায়েলি বাহিনী ও ইরান সমর্থিত হিজবুল্লাহর মধ্যকার স্থল সংঘর্ষ বুধবার দক্ষিণ লেবাননের পার্বত্য সীমান্ত বরাবর ছড়িয়ে পড়েছে। গত সপ্তাহে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলি কর্তৃপক্ষ পাল্টা কী পদক্ষেপ নেয় সেটি দেখার অপেক্ষায় উচ্চ সতর্কতায় ছিল মধ্যপ্রাচ্য।
এই উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার ফোনে আলাপ করেছেন। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য ইসরায়েলি প্রতিশোধ নিয়ে উভয় পক্ষই ইতিবাচক কথা বলেছে।
হোয়াইট হাউজ জানিয়েছে, ৩০ মিনিট দীর্ঘ এই সংলাপে দুই নেতা ইসরায়েলের পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন। এসময় নেতানিয়াহুকে লেবাননে বেসামরিক ক্ষতি কমানোর আহ্বান জানান বাইডেন।
ইসরায়েল প্রতিশ্রুতি দিয়েছে, চিরশত্রু ইরান ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার জন্য মূল্য চুকাবে। অন্যদিকে, তেহরান সতর্ক করেছে, যে কোনও ধরনের প্রতিশোধ নিলে পাল্টা প্রতিক্রিয়া দেখানো হবে।
বাংলা৭১নিউজ/এসএস