বাংলা৭১নিউজ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বজ্রপাতে ১ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা রাধানগর ইউনিয়নের একটি বিলে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ঝড় বৃষ্টির সময় বজ্রপাত হলে বিলের জমিতে কাজ করার সময় বড় তেঘড়িয়া গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে টুটুল (৩৬) ঘটনাস্থলেই মারা যায়।
এ ঘটনায় একই গ্রামের তাবজুল ইসলামের ছেলে কাজিরুল (৩৫) ও শিবনগর গ্রামের আব্দুস সালামের ছেলে সাইদুল (২৭) আহত হয়। এর মধ্যে কাজিরুল গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে চিকিৎসাধীন রয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস