বাংলা৭১নিউজ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের লোকদেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা সমাজসেবা অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও শিহাব রায়হান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। বক্তব্য রাখেন গোমস্তাপুর থানার ওসি শেখ শাহীন কামাল, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা প্রমুখ। অনুষ্ঠানে ৬০ জন আদিবাসীকে ৫ হাজার টাকা করে মোট ৩ লক্ষ টাকা প্রদান করা হয়।
বাংলা৭১নিউজ/জেএস