গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় বাদল বিশ্বাস (৩৬) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। আজ রবিবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার নলডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই স্কুল শিক্ষক একই উপজেলার মাঝিগাতী ইউনিয়নের ডালনিয়া গ্রামের নীলরতন বিশ্বাসের ছেলে ও সিলনা-গুয়াধানা বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক।
রাজবাড়ী রেলওয়ে থানার পরিদর্শক সোমনাথ বসু জানিয়েছেন, গোপালগঞ্জ থেকে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী ট্রেনের সাথে মোটর সাইকেলগামী ওই শিক্ষকের ধাক্কা লাগে।
এতে মোটর সাইকেলসহ ওই শিক্ষক ৩০ থেকে ৪০ ফুট দূরে রাস্তার খাদে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ