গোপালগঞ্জ জেলায় এবছর প্রথম নারীদের জন্য ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এর আগে গোপালগঞ্জে কোথাও নারীদের ঈদ জামাত অনুষ্ঠিত হয়নি। এবছর জেলা প্রশাসন ও গোপালগঞ্জ পৌরসভার উদ্যোগে নারীদের জন্য ঈদগাহ ময়দানে ধর্মীয় নিয়ম-কানুন মেনে নামাজের ব্যবস্থা করা হয়েছে।
গোপালগঞ্জ শহরের প্রাণ কেন্দ্রে প্রায় ৫ একর জায়গার ওপর নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন ঈদগাহ ময়দান। ৮ কোটি টাকা ব্যয়ে ব্যতিক্রম নকশায় ও বিভিন্ন স্থাপত্য শিল্পে অত্যাধুনিক নকশায় তৈরি করা হয়েছে এটি। এখানে কমপক্ষে ৩০ হাজার মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করতে পারবেন বলে জানান পৌর মেয়র কাজী লিয়াকত আলী।
গোপালগঞ্জ শহরের মার্কাজ মসজিদ সংলগ্ন নির্মাণ করা হয়েছে অত্যাধুনিক ঈদগাহ ময়দান। যেখানে রয়েছে নান্দনিক ডিজাইনের চারটি প্রবেশ পথ, ৫০টি অজুখানাসহ রয়েছে মেহেরাব ও আধুনিক সব ব্যবস্থা। ঈদগাহের ভেতরের মাঠে রয়েছে সবুজ ঘাষ ও চারিদিকে থাকছে হাটার ব্যবস্থা। ঈদগাহ ময়দানটিতে কমপক্ষে ৩০ হাজার মানুষ একসঙ্গে ঈদের নামাজ আদায় করতে পারবেন। যার নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। সামনে ঈদ-উল ফিতরে এখানেই নামাজ আদায় করতে পারবেন শহরবাসী।
জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, গোপালগঞ্জে একটি আন্তর্জাতিক মানের ঈদগাহ নির্মাণ করা হয়েছে। বিভিন্ন দেশে নারীদের জন্য আলাদাভাবে ঈদের নামাজ পড়ার ব্যবস্থা আছে। আমাদের দেশের জনগোষ্ঠীর একটি বৃহৎ অংশ নারী। সে কারণে আমরা ধর্মীয় সকল নিয়ম-কানুন মেনে স্বল্প পরিসরে পুরুষের পাশাপাশি নারীদের ঈদের নামাজ জামাতে পড়ার উদ্যোগ গ্রহণ করেছি।
গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী জানান, বিভিন্ন মুসলিম দেশে মসজিদে নারীদের নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে। আমরাও চাই আমাদের দেশের মা-বোনেরা এক মাস রোজা রেখে নামাজ পড়ে ঈদ আনন্দ উপভোগ করুক।
গোপালগঞ্জ জেলা কোর্ট মসজিদের ইমাম শেখ হাফিজুর রহমান বলেন, প্রশাসনের উদ্যোগে এবছরই প্রথম নারীদের ঈদ-উল-ফিতরের নামাজ জামাতে পড়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলা৭১নিউজ/এমকে