বাংলা৭১নিউজ,(গোপালগঞ্জ)প্রতিনিধিঃ গোপালগঞ্জে আরও ৬ পুলিশ সদস্যসহ নতুন করে ৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে করোনা ভাইরাসে জেলায় ১৬ পুলিশ সদস্যসহ আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩০।
সোমবার গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন জানান, নতুন করে মুকসুদপুর থানার ৬ পুলিশ সদস্য, টুঙ্গিপাড়া উপজেলার পাকুরতিয়া গ্রামের স্বামী-স্ত্রী ও গোপালগঞ্জ সদর উপজেলার এক ব্যক্তির শরীরে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে।
প্রসঙ্গত, এ পর্যন্ত জেলায় ৩০ জন করোনা রোগীর মধ্যে মুকসুদপুর উপজেলায় ১৬ পুলিশ সদস্য, কাশিয়ানী উপজেলায় ৪ জন, সদর উপজেলায় ৪জন, টুঙ্গিপাড়া উপজেলায় ৫ জন ও কোটালীপাড়া উপজেলায় রয়েছেন ১ জন।
বাংলা৭১নিউজ/এফএস