বাংলা৭১নিউজ,(চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামী আমির শাহজাহান চৌধুরীসহ ১২ জনকে আটক করেছে পু্লিশ। বৃহস্পতিবার রাতে নগরের গোলপাহাড় মোড়ের সুবর্ণা আবাসিক এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক শাহজাহান চৌধুরী চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির এবং অন্যরা বিভিন্ন পদে রয়েছেন বলে জানিয়েছে পু্লিশ।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভুঁইয়া বলেন, গোলপাহাড় মোড়ের সুর্বনা আবাসিক এলাকায় গোপন বৈঠক থেকে চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামী আমির শাহজাহান চৌধুরীসহ ১২ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বাংলা৭১নিউজ/এনএফ