বাংলা৭১নিউজ,গোদাগাড়ী (রাজশাহী)প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে জেলা পুলিশের গোয়েন্দা শাখা গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ৪০০ গ্রাম হেরোইনসহ একজনকে গ্রেফতার করেছে। ২৪ আগষ্ট রাত ৮ টার দিকে পৌরসভার বারুইপাড়া মহল্লায় এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হচ্ছে মাদক সম্রাটর মো: মজিবুর রহমান (৪৮), তার পিতার নাম মৃত সিরাজউদ্দীন গোদাগাড়ী পৌরসভার :গড়ের মাঠ মহল্লায় তার বাড়ী। দীর্ঘ দিন থেকে মাদক ব্যবসা করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছেন। রাজশাহী জেলা ডিবির একটি টিম গোপন তথ্যের ভিক্তিতে ওই এলাকা হতে উদ্ধারকৃত হেরোইনসহ তাকে গ্রেফতার করে।
এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানায় মামলা রুজু হয়েছে। রাজশাহীর পুলিশ সুপার মো: শহিদুল্লাহ বিপিএম, পিপিএম এর দিকনির্দেশনায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে থেকে কাজ করে চলেছে রাজশাহী জেলা পুলিশ। মাদক ব্যবসায়ী দেশ জাতি সমাজের শ্রত্রু তাদের কোনভাবে ছাড় দেয়া হবে না।
বাংলা৭১নিউজ/এএম