বাংলা৭১নিউজ,(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে সিসিবিভিও’র রাজাবাড়ীহাট শাখা কার্যালয়ে শারিরীক দুরত্ব বজায় রেখে রক্ষাগোলা শিশু পাঠশালার ১৫ জন স্বেচ্ছাসেবী শিক্ষকের ২দিন ব্যাপী দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ শুরু হয়েছে।
বুধবার সিসিবিভিও-রাজশাহীর পরিচালিত এবং ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানী-এর সহায়তায় “রক্ষাগোলা গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচী’র” আওতায়, এই প্রশিক্ষণের উদ্বোধন করেন রক্ষাগোলা খাদ্য নিরাপত্তা কর্মসূচির সমন্বয়কারী মো: আরিফ।
প্রশিক্ষণটি পরিচালনা করেন সংস্থার প্রশিক্ষণ সমন্বয়কারী নিরাবুল ইসলাম এবং প্রশিক্ষণে সহায়তা করেন নারী উন্নয়ন কর্মকর্তা চন্দনা সরকার, শিক্ষা উন্নয়ন কর্মকর্তা ইমরুল সাদাত মিলন।
প্রশিক্ষণের আলোচ্য বিষয় হলো ৫ বছর বয়সী শিশুর বৈশিষ্ট্য ও আমাদের করণীয় , প্রারম্ভিক শৈশব ও এর গুরুত্ব এবং শিশুর বৃদ্ধি ও বিকাশে পরিবেশের প্রভাব, প্রাক-প্রাথমিক শিক্ষার শিখন-শেখানো সামগ্রী, মানসম্মত প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রম পরিচালনার মানদন্ডসমূহ এবং প্রাক-প্রাথমিক শিক্ষার শিক্ষকের দায়িত্ব ও কর্তব্য, শিশুর ভাল লাগা, মন্দ লাগা ও তার কারণ, শিশুরা কিভাবে শেখে?
শিশুদের সাথে যোগযোগের উপায় এবং সকল শিশুর প্রতি সম গুরুত্ব/ সম সাড়া প্রদান, ক্লাশরুম সাজানো, পরিষ্কার পরিচ্ছন্নতা ও শিক্ষকের প্রয়োজনীয় প্রস্তুতি, স্বাগত জানানো ও কুশল বিনিময়, জাতীয় সঙ্গীত, শপথ ও শরীর চর্চা, ছড়া/ছড়াগান: মুখস্থ করা, তালি দিয়ে এবং অভিনয় করে।(বাংলা ও মাতৃভাষা), বর্ণ পরিচিতি: বাংলা ও মাতৃভাষা চেনা ও লেখা এবং গল্প বলা: স্থানীয় গল্প (বাংলা ও মাতৃভাষা) ও শ্রেণীকক্ষ পরিচালনার অনুশীলন ।
বাংলা৭১নিউজ/এসএস