বাংলা৭১নিউজ,গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সদরে সিমেন্ট বোঝাই একটি ট্রাকে অভিযান চালিয়ে ৪৬৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব। শুক্রবার ভোররাতে গোদাগাড়ী উপজেলা সদর ডাইংপাড়া এলাকায় এ অভিযান চালায় র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল।
অভিযানে ট্রাক থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন- ভোলার বোরহানউদ্দিন উপজেলার মির্জাখালি গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে শরীফ হোসেন (২৬), একই গ্রামের মো. কুদ্দুসের ছেলে আরিফ হোসেন (২৪), মাদারিপুরের কালকিনি উপজেলার সুমিত্রা গ্রামের মখলেসুর রহমানের ছেলে রাজিব হোসেন (২৫) এবং মুন্সিগঞ্জ সদর উপজেলার হাটলক্ষ্মীগঞ্জ গ্রামের হযরত আলীর ছেলে সোহেল রানা (৩৩)।
র্যাব-৫ এর রাজশাহীর কোম্পানি অধিনায়ক এটিএম মাইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সিমেন্টভর্তি ট্রাকে ফেনসিডিল পাচার করে নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চালক-হেলপারসহ এই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এফএ