রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলা দুদকের পক্ষ থেকে ২ জন শিক্ষার্থীকে ১২ হাজার টাকা বৃত্তি প্রদান করা হযেছে।
সোমবার সকাল সাড়ে ১০ টার সময উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে এ বৃত্তির টাকা প্রদান করা শামহিহয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ দুলাল আলম সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী, বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান।
দুদকের বৃত্তি ৬ হাজার টাকা পেয়েছেন মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৭ম. শ্রণীর দরিদ্র মেধাবী ছাত্রী আনিকা আশরাফী, পিতা আশরাফুল, ইসলাম, বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান।
দুলাল আলম বলেন, গোদাগাড়ী উপজেলায় ২ হাজার ৫ শ ছাত্র ছাত্রীদের মধ্যে তোমারা সৌভাগ্যবান আজ তোমরা ৬ হাজার টাকা করে বৃত্তি পাচ্ছ, তোমরা ভালভাবে পড়ালেখা করবে, দেশের কাজে লাগতে হবে। দেশের সেবা করতে হবে।
বাংলা৭১নিউজ/আরএম