বাংলা৭১নিউজ,গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধি: রাজশাহী ওয়াসার ভূ-উপরিস্থ পানি শোধনাগর নির্মাণ প্রকল্পের ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১ টায় সারাংপুর জোতগোসাইদাস এলাকায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পানি শোধনাগার নির্মাণ প্রকল্পের ক্ষতি গ্রস্থদের মাঝে চেক বিতরণ করা হয়।
রাজশাহী জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নজরুল ইসলাম প্রধান অতিথি থেকে আনুষ্ঠানিক ভাবে ৪ জনকে এই চেক তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি অধিগ্রহণ শাখা) লসমী চাকমা, গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেন।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি অধিগ্রহণ শাখা) লসমী চাকমা বলেন, আজ চার জন ক্ষতিগ্রস্থদের মাঝে সর্বমোট ৯ কোটি ৫৬ লাখ ৬০ হাজার টাকার চেক বুঝিয়ে দেওয়া হয়েছে। বাকি যাদের ভূমি অধিগ্রহণ করা হয়েছে তাদের আবেদনের প্রেক্ষিতে এবং কাগজপত্রাদি সঠিক থাকলে তাদের মাঝে চেক সময় মত প্রদান করা হবে বলে জানান তিনি।
বাংলা৭১নিউজ/এবি