সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চাকরির বয়স ৩৫ আন্দোলনকারীদের প্রতিনিধিদল যমুনায় অটোমেটেড সেবা প্রতিরোধ করবে অপচয় ও দুর্নীতি : অর্থ উপদেষ্টা নেপালে বন্যা-ভূমিধসে ১৯২ মৃত্যু, উদ্ধারে হিমশিম আমরা প্রস্তুত, দীর্ঘ যুদ্ধেও বিজয়ী হবো: হিজবুল্লাহর উপপ্রধান এবি ব্যাংকের বন্ড ইস্যু পুনর্বিবেচনার আবেদন তেলবাহী জাহাজে আগুনের ঘটনায় ২ জনের মরদেহ উদ্ধার ৯৯৯-এর রেসপন্স টাইম আরো কমিয়ে আনা হবে : আইজিপি প্রাথমিক শিক্ষা সংস্কারে কমিটি, নেতৃত্বে ইমিরেটাস অধ্যাপক মনজুর হাসিনার পতনের পর গ্রামীণফোনের শেয়ারদর বেড়েছে ৫৩ শতাংশের বেশি স্বামীসহ গ্রেফতার সাবেক এমপি হেনরি যুবদল নেতা হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে সুলতান মনসুর মিরাজ-সাকিবের ঘূর্ণির পর ২৮৫ রানে ইনিংস ঘোষণা ভারতের অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে সুপারিশমালা দেবে বিএনপি সেপ্টেম্বরে নির্যাতনের শিকার ১৮৬ নারী-কন্যাশিশু জিয়াউর রহমানকে ‘রাজাকার’ বলায় মামলা চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির দাবি: পর্যালোচনা কমিটি গঠন ডিসি নিয়োগ নিয়ে হট্টগোল: ১৭ উপসচিবকে শাস্তির সুপারিশ ঢাকাসহ ৯ অঞ্চলে মাঝ রাতের মধ্যে ঝোড়ো হাওয়ার আভাস বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রে হেলেনের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ৯১

গৈয়াতলা বেড়িবাঁধে আবারও ভাঙন: আতঙ্কে ১০ হাজার মানুষ

পটুয়াখালী প্রতিনিধি:
  • আপলোড সময় বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ২৩ বার পড়া হয়েছে

পটুয়াখালীর নীলগঞ্জ ইউনিয়নের গৈয়াতলা বেড়িবাঁধে আবারও ভাঙন দেখা দিয়েছে। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন ওই ইউনিয়নের ৬ গ্রামের অন্তত ১০ হাজার মানুষ। তাদের দাবি, সরকার যেন দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যেগ নেয়।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নকে রক্ষায় প্রায় ৫০ বছর আগে সোনাতলা ও আন্ধারমানিক নদীর তীরে নির্মাণ করা হয় ৪০ কিলোমিটার দৈর্ঘ্যরে বেড়িবাঁধ। নির্মাণের পর নানা প্রাকৃতিক দুর্যোগে এ বাঁধের বিভিন্ন পয়েন্টে ভাঙন দেখা দেয়। পরে ভাঙন এলাকা মেরামতও করে পানি উন্নয়ন বোর্ড।

সর্বশেষ গত বছরের অক্টোবরে ঘূর্ণিঝড় সিত্রাংয়ে এ বাঁধের গৈয়াতলা পয়েন্টের ১২০ মিটার অংশে ভাঙন দেখা দেয়। পরে এ বছরের মে মাসে ঘূর্নিঝড় মোখা থেকে সাধারণ মানুষের জানমাল রক্ষায় ওই অংশে ২০ লাখ টাকা ব্যয়ে বালুভর্তি জিও ব্যাগ ফেলে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু জরুরী এই সংস্কারের আড়াই মাসের মাথায় ফের ভাঙন শুরু হয় ওই পয়েন্টে। সোনতলা নদীতে বিলীন হয়ে যায় জিও ব্যাগসহ রিভার সাইটের ৭০ মিটার বাঁধ। 

এছাড়া ফাটল দেখা দিয়েছে বাঁধের বড় অংশ জুড়ে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন গৈয়াতলা, উমেদপুর, হাকিমপুর, মোহাম্মদপুর, মস্তফাপুর ও পূর্ব সোনাতলা গ্রামের প্রায় ১০ হাজার মানুষ।

গৈয়াতলা এলাকার বাসিন্দা কালাম মিয়া জানান, জিওব্যাগ ফালানোর কাজ ভালোভাবে করা হয়নি। যার ফলে এখন আবার ভাঙন শুরু হয়েছে। বর্তমানে বেড়িবাঁধের বড় অংশজুড়ে ফাটল ধরেছে। সামনের অমাবশ্যার স্রোতে বেড়িবাঁধের গৈয়াতলার অংশ নদীতে বিলীন হয়ে যেতে পারে। যদি বেড়িবাঁধ বিলীন হয় তাহলে আমাদের দুর্ভোগের শেষ থাকবে না। আমরা সরকারের কাছে এখানে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানাচ্চি। 

একই এলাকার বাসিন্দা ষাটোর্ধ্ব কৃষক সাইয়েদ মিয়া জানান, বাঁধ মেরামতের কাজটি ভালোভাবে করা হয়নি। যার কারণে আবারও ভাঙন শুরু হয়েছে। বেড়িবাঁধের যে অংশে ভাঙছে আমাদের বাড়ি এর পাশেই। আমরা অনেকটা আতঙ্কের মধ্যে দিন পার করছি। বেড়িবাঁধ পুরোপুরি বিধ্বস্ত হলে আমরা এখানে আর বসবাস করতে পারবো না। অনাবাদি থাকবে ফসলি জমি। এ বাঁধটি পুননির্মাণ করার অনুরোধ জানাচ্ছি।  

কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন অলীদ জানান, গৈয়াতলা বেড়িবাঁধ ৪৬ পোল্ডারের মধ্যে। ওই পোল্ডারে স্থায়ী বাঁধ নির্মাণের জন্যে বর্তমানে সমীক্ষা চলছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com