বাংলা৭১নিউজ ডেস্ক: স্যামসাং একের পর এক তাক লাগানো ফোন নিয়ে এসে সবাই চমকে দিচ্ছে। এবার এই দক্ষিণ কোরিয়ার সংস্থাটি নতুন ৪৯ ইঞ্চি কিউএলইডি গেমিং মনিটর নিয়ে এসেছে। আর এই মনিটর দেখতে পুরোটাই একটা বিশাল টিভির মতো। গেম লাভারদের জন্য মনিটরটি এই মুহূর্তে সেরা মনিটর। এই মনিটর গেমিং দেবে দারুণ এক্সপেরিয়েন্স।
স্যামসাংয়ের মার্কেটিংয়ের ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড্রিউ সিভরি বলেন, গেমাররা গেম খেলতে গিয়ে পুরোপুরি নিখুঁত এক্সপেরিয়েন্স নিতে চায়, এবং আমাদের এই নতুন মনিটর চূড়ান্ত গেমিং এক্সপেরিয়েন্স দেবে। সব দৃশ্যগুলি যেন মনে হবে একদম রিয়াল টাইম ফেস করছে। সিএইচজি৯০ মডেলের এই মনিটরের এসপেক্ট রেশিও ৩২:৯ ফলে পুরো গেমের দৃশ্য মনিটরে উপভোগ করা যাবে।
এছাড়া এই মনিটরে ১,৮০০ কারভেচার এবং ১৭৮ ডিগ্রি ভিউইং অ্যাঙ্গেল রয়েছে। স্যামসাং জানুয়ারিতে কমজিউমার ইলেক্ট্রনিক শো’তে প্রথম এই কিউএলইড কোয়ান্টাম ডট টেকনোলজির আত্মপ্রকাশ করে। সংস্থার পক্ষ থেকে দাবি করা হচ্ছে এই মনিটর ফার্স্ট পারসন অ্যাকশন হেভি গেমের জন্য পারফেক্ট। গেমিংয়ের এই মনিটরের দাম ১,৪৯৯ মার্কিন ডলার। আর ৩২ ইঞ্চি মনিটরের দাম ৬৯৯ ডলার এবং ২৭ ইঞ্চির দাম ৫৯৯ ডলার।
বাংলা৭১নিউজ/সিএইস