বাংলা৭১নিউজ,(ঝিনাইদহ)প্রতিনিধি: ঝিনাইদহ শহরের চাকলাপাড়া এলাকায় জোরপূর্বক এক গৃহবধূর আপত্তিকর ছবি তুলে ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করার অভিযোগে চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যায় সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- ঝিনাইদহ শহরের মহিষাকুন্ডু গ্রামের মৃত হারুন মুন্সীর ছেলে সানি মুন্সী (২৩), ইসাহাক আলীর ছেলে শাওন হোসেন (২৪), নুরুল আমিনের ছেলে মারুফ বিল্লাহ (২৫) ও চাকলাপাড়া এলাকার রুস্তম আলীর ছেলে সোহান হোসেন (২৫)।
ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, গত ১৮ জুন সন্ধ্যায় শহরের চাকলাপাড়ার ইলেকট্রিক মিস্ত্রির বাসায় সবজি দিতে যায় তার এক সহযোগী। এ সময় ওই চার যুবক বাড়ির ভেতর ঢুকে গৃহবধূ ও সবজি দিতে আসা ইলেকট্রিক মিস্ত্রির সহযোগীকে মারধর করে তাদের আপত্তিকর ছবি মোবাইলে ধারণ করে। গত কয়েক দিন ধরে তারা ওই ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীর কাছে টাকা দাবি করে আসছিল।
পুলিশ সুপার বলেন, বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী ওই নারী আমার কাছে বিষয়টি খুলে বললে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে গোয়েন্দা পুলিশকে নির্দেশ দেয়া হয়। পরে গোয়েন্দা পুলিশ বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে অভিযুক্তদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ভিডিও ধারণ করা মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেআই