বাংলা৭১নিউজ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের পুতন্তীপাড়া গ্রামের আবু বক্কার শরীফের মেয়ে মনিরা বেগমকে (৪০) শনিবার সকালে যৌতুকের দাবীতে কুপিয়ে জখম করেছে তার স্বামী মো. নাজমুল মোল্যা। আহত মনিরাকে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্রো ভর্তি করা হয়েছে।
মনিরার ভাই রুপাপাত ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরু বলেন, ১৭বছর আগে পার্শ্ববর্তী সালথা থানার যদোনন্দী গ্রামের আকমাল মোল্যার ছেলে নাজমুল মোল্যার সাথে আমার বোনের বিয়ে দেই।
তার দু’টি সন্তান রয়েছে। কিন্তু গত তিন মাস আগে নাজমুল নিজের চাচাত ভাইয়ের স্ত্রীকে বিয়ে করার পর থেকে মনিরার উপর যৌতুকের জন্য অমানসিক নির্যাতন শুরু করে। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে মনিরাকে তার বাড়িতে (শশুরবাড়ি) স্বামী নাজমুল কুপিয়ে মারাতœক জখম করে। সংবাদ পেয়ে আমরা বোনকে উদ্ধার করে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্রো ভর্তি করেছি।
এ ব্যাপারে আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি। এব্যাপারে নাজমুলের বড় ভাই মো. ইলিয়াস মোল্যা বলেন, আমার ভাই ২য় বিয়ে করায় সংসারে একটু ঝামেলা চলছে। আমরা নিজেরাও ২য় বিয়েতে রাজি না। মনিরাকে কোপানোর ঘটনা সত্য না।
বাংলা৭১নিউজ/জেএস